এদিন সকালে গৌতম বুদ্ধনগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ১৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৬.৭৯ টাকা হয়েছে ৷ ডিজেলের দামও ১৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯.৯৬ টাকা হয়েছে ৷ তবে লখনউতে পেট্রোলের দাম একই ৯৬.৫৭ টাকা রয়েছে, ডিজেলের দামও প্রতি লিটারে ৮৯.৭৬ টাকা রয়ে গিয়েছে৷ এছাড়া বিহারের রাজধানী পটনায় পেট্রোল ৭১ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ১০৭.২৪ টাকা হয়েছে ৷ ডিজেলও ৬৬ পয়সা কমে প্রতি লিটারে ৯৪.৭০ টাকা হয়েছে ৷
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: বছর শুরুতে ব্যাঙ্কের জরুরি এই নিয়মগুলিতে আসছে বদল, এখনই জানুন
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডি লার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷