TRENDING:

Bank Holidays: শীঘ্রই মিটিয়ে নিন ব্যাঙ্কের কাজ, এপ্রিলে কেবল ১৫দিন খোলা থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:

Bank Holidays: ব্যাঙ্কের ছুটির লিস্টে আপনি আপনার রাজ্যের বা শহরের নাম চেক করে নিতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন অর্থবর্ষ ২০২২-২৩ ছুটির সঙ্গে শুরু হতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের ৷ পয়লা এপ্রিল থেকে লাগাতার ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট অনুযায়ী, এপ্রিলে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এপ্রিলে গুড়ি পারওয়া, নববর্ষ সহ একাধিক উৎসব ও বিভিন্ন জয়ন্তীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কে গিয়ে কোনও কাজ করার থাকলে এখুনি সেটা সেরে নিন না হলে বেশ অনেকদিন অপেক্ষা করতে হবে ৷ তবে এই সময় নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিয়ের মাধ্যমে ব্যাঙ্কের অনেক কাজই করতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: ১১ ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ, দেখুন কত টাকা আদায় করল কেন্দ্র

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি ছুটির লিস্ট অনুযায়ী, এপ্রিলের শুরুতে দেশের আলাদা আলাদা রাজ্যে ৫দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ব্যাঙ্কের যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন কোন কোন দিন ব্যাঙ্ক খোলা থাকবে ৷ ব্যাঙ্কের ছুটির লিস্টে আপনি আপনার রাজ্যের বা শহরের নাম চেক করে নিতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: লেজিপে গ্রাহকদের জন্য সুখবর! এখন কেনাকাটা করুন, পেমেন্ট করবেন একমাস পরে!

এপ্রিল মাসে ব্যাঙ্কের ছুটির লিস্ট-

১ এপ্রিল - ব্যাঙ্কিং ক্লোজিং (সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে )

২ এপ্রিল- গুড়ি পারওয়া, উগাদি, তেলেগু নববর্ষের জেরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া, মণিপুর, জম্মু-কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৩ এপ্রিল- রবিবার (সাপ্তাহিক ছুটি)

advertisement

৪ এপ্রিল- সরহুলের জন্য ঝাড়খণ্ডে ছুটি

৫ এপ্রিল- বাবু জগজীবন রাম জয়ন্তীর কারণে হায়দরাবাদ (তেলেঙ্গনায়) ব্যাঙ্কের ছুটি

৯ এপ্রিল- শনিবার (মাসের দ্বিতীয় সপ্তাহ)

১০ এপ্রিল- রবিবার (সাপ্তাহিক ছুটি)

১৪ এপ্রিল- ডঃ আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, বাংলা নববর্ষ, তামিল নববর্ষ, বিজু, বিহুর জেরে মেঘালয় ও হিমাচল প্রদেশ বাদে অন্যান্য রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক

advertisement

১৬ এপ্রিল - বোহাগ বিহু (অসমে বন্ধ ব্যাঙ্ক )

১৭ এপ্রিল- রবিবার (সাপ্তাহিক ছুটি)

২১ এপ্রিল- আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

২৩ এপ্রিল- শনিবার (মাসের চতুর্থ শনিবার)

২৪ এপ্রিল - রবিবার

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২৯ এপ্রিল- শব-ই-কেন্দ্র, জুমাত উল বিদা (জম্মু-কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ)

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: শীঘ্রই মিটিয়ে নিন ব্যাঙ্কের কাজ, এপ্রিলে কেবল ১৫দিন খোলা থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল