আরও পড়ুন: ১১ ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ, দেখুন কত টাকা আদায় করল কেন্দ্র
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি ছুটির লিস্ট অনুযায়ী, এপ্রিলের শুরুতে দেশের আলাদা আলাদা রাজ্যে ৫দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ব্যাঙ্কের যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন কোন কোন দিন ব্যাঙ্ক খোলা থাকবে ৷ ব্যাঙ্কের ছুটির লিস্টে আপনি আপনার রাজ্যের বা শহরের নাম চেক করে নিতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: লেজিপে গ্রাহকদের জন্য সুখবর! এখন কেনাকাটা করুন, পেমেন্ট করবেন একমাস পরে!
এপ্রিল মাসে ব্যাঙ্কের ছুটির লিস্ট-
১ এপ্রিল - ব্যাঙ্কিং ক্লোজিং (সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে )
২ এপ্রিল- গুড়ি পারওয়া, উগাদি, তেলেগু নববর্ষের জেরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া, মণিপুর, জম্মু-কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৩ এপ্রিল- রবিবার (সাপ্তাহিক ছুটি)
৪ এপ্রিল- সরহুলের জন্য ঝাড়খণ্ডে ছুটি
৫ এপ্রিল- বাবু জগজীবন রাম জয়ন্তীর কারণে হায়দরাবাদ (তেলেঙ্গনায়) ব্যাঙ্কের ছুটি
৯ এপ্রিল- শনিবার (মাসের দ্বিতীয় সপ্তাহ)
১০ এপ্রিল- রবিবার (সাপ্তাহিক ছুটি)
১৪ এপ্রিল- ডঃ আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, বাংলা নববর্ষ, তামিল নববর্ষ, বিজু, বিহুর জেরে মেঘালয় ও হিমাচল প্রদেশ বাদে অন্যান্য রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক
১৬ এপ্রিল - বোহাগ বিহু (অসমে বন্ধ ব্যাঙ্ক )
১৭ এপ্রিল- রবিবার (সাপ্তাহিক ছুটি)
২১ এপ্রিল- আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
২৩ এপ্রিল- শনিবার (মাসের চতুর্থ শনিবার)
২৪ এপ্রিল - রবিবার
২৯ এপ্রিল- শব-ই-কেন্দ্র, জুমাত উল বিদা (জম্মু-কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ)