অপরিশোধিত তেলের দাম কম হওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে আরও কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ জারি হওয়া আজকের দাম অনুযায়ী, এদিন দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
আরও পড়ুন: ভারতীয় রেলের বিরাট সিদ্ধান্ত! এবার ট্রেনের কনফার্মড টিকিট পাবেন পোস্ট অফিস থেকেই
প্রতিদিন সকাল ৬টায় জারি করা হয়ে থাকে পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: ট্যাক্স ছাড়ের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, জীবনবিমা না মেডিক্লেম পলিসি?
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
- লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
- গান্ধিনগর- পেট্রোল ৯৫.৩৫ টাকা, ডিজেল ৮৯.৩৩ টাকা
- রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
- পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় ৮০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ আগামী মাস থেকে ওপেক দেশগুলি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এর জেরে কিছুটা দাম কমতে পারে অপরিশোধিত তেলের ৷
আরও পড়ুন - Exercise: ওজন কমাতে প্রতি দিন ঘাম ঝরিয়ে ব্যায়াম করছেন! জানেন এর কী কুফল কী হতে পারে?
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷