আবার মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.৩১ টাকা ও ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। কলকাতাতেও দাম মুম্বইয়ের প্রায় কাছাকাছি। পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.০৩ টাকা এবং ডিজেলের মূল্য লিটার প্রতি ৯২.৭৬ টাকা।
advertisement
কিছুটা কম দাম চেন্নাইতে। সেখানে পেট্রোল লিটার প্রতি ১০২.৬৩ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৪ টাকা। আরও কিছুটা দাম কম নয়ডায়। সেখানে প্রতি লিটার পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা। অপরদিকে, গুরুগ্রামে পেট্রোল যেখানে লিটার প্রতি ৯৭.১৮ টাকা, ডিজেল ৯০.০৫ টাকা। এদিকে, বেঙ্গালুরুতে পেট্রোল লিটার প্রতি ১০১.৯৪ টাকা, ডিজেল ৮৭.৮৯ টাকা।
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে নজরে আদিবাসী ভোট, আগামী সপ্তাহেই জঙ্গলমহলে মমতা
লখনউতে অবশ্য আরও বেশ কিছুটা কম। সেখানে ১ লিটার পেট্রোলের মূল্য ৯৬.৫৭ টাকা আর ডিজেল ৮৯.৭৬ টাকা। বিহারের রাজধানী পাটনায় সেখানে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৭.২৪ টাকা আর ডিজেল ৯৪.০৪ টাকা, অপরদিকে, চণ্ডীগড়ে পেট্রোল লিটারপ্রতি ৯৬.২০ টাকা, ডিজেল ৮৪.২৬ টাকা।
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দাম এক্সাইড ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷