আরও পড়ুন: দেখে নিন ইনকাম ট্যাক্সের নতুন ও পুরনো নিয়মের মধ্যে পার্থক্য!
ডাক বিভাগের নয়া সার্কুলার অনুযায়ী, এমআইএস/এসসিএসএস/টিডিএস অ্যাকাউন্টের সুদ কেবল অ্যাকাউন্ট হোল্ডারদের সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 01.04.2022 থেকে জমা করা হবে ৷ যদি কোনও অ্যাকাউন্ট হোল্ডার 31.03.2022 পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে এমআইএস/এসসিএসএস/টিডিএস লিঙ্ক না করে থাকে তাহলে সুদের টাকা সানড্রি অফিস অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকলে বকেয়া সুদের টাকা আগে সেভিংসে ট্রান্সফার করতে হবে বা চেকের মাধ্যমে তুলতে হবে ৷ এমআইএস/এসসিএসএস/টিডিএস অ্যাকাউন্ট থেকে সরাসরি সুদের টাকা ক্যাশ তোলা যাবে না পয়লা এপ্রিল থেকে ৷
advertisement
আরও পড়ুন: চলতি মাসেই সেরে নিন এই কাজটি, হোলির পরে পেয়ে যাবেন ৪০০০ টাকা
সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে MIS, TD, SCSS লিঙ্ক করার সুবিধা ...
>> সেভিংস অ্যাকাউন্টে জমা করা সুদের উপরে অতিরিক্ত সুদ পাওয়া যায় যদি MIS, TD, SCSS অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা না তোলা হয় ৷
>> অ্যাকাউন্ট হোল্ডার ডাকঘরে না এসেও সুদের টাকা তুলতে পারবেন ৷
>> প্রত্যেক MIS, TD, SCSS অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য ফর্ম ফিলআপ করতে হবে না ৷
>> MIS, TD, SCSS অ্যাকাউন্টের সুদ সেভিংস অ্যাকাউন্ট থেকে সরাসরি আরডি করে দেওয়া যাবে ৷
