TRENDING:

চাপ পড়তে চলেছে পকেটে! বদলে যাচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের টাকা জমা করা এবং তোলার নিয়ম!

Last Updated:

এখন থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের অতিরিক্ত ট্রানজাকশন বা লেনদেনের উপরে দিতে হবে অতিরিক্ত টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বরাবরই বিনিয়োগের একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হল পোস্ট অফিস। কারণ এখানে বিনিয়োগ করে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। এর জন্য অনেকেই পোস্ট অফিসে নিজেদের অ্যাকাউন্ট খোলেন।
advertisement

পোস্ট অফিসের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেখানে ভাল পরিমাণে সুদ দেওয়া হয়। এর জন্য বিনিয়োগকারীরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন পোস্ট অফিসকেই। অর্থাৎ সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য পোস্ট অফিস প্রায় সকলেরই প্রথম পছন্দ। চাইলে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা যেতে পারে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টও।

advertisement

আরও পড়ুন: ট্যাক্স বাঁচাতে আপনিও কিনেছেন বিমা পলিসি? এই নিয়ম না জানলে মস্ত বড় বিপদ

আর যাঁদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে নিজেদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। কারণ এখানে লেনদেনের ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের অতিরিক্ত ট্রানজাকশন বা লেনদেনের উপরে দিতে হবে অতিরিক্ত টাকা। এক নজরে দেখে নেওয়া যাক, সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি।

advertisement

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ আইপিপিবি তাদের আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেম অর্থাৎ AePS ট্রানজাকশনের নিয়মের বেশ কিছুটা পরিবর্তন করেছে। এই ক্ষেত্রে এই ধরনের ট্রানজাকশনের চার্জ পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের খরচ বাড়তে চলেছে।

আরও পড়ুন: Modi সরকারের পক্ষ থেকে কোটি কোটি চাকরিজীবীদের পেনশনের বিষয়ে বড় খবর!

advertisement

নতুন নিয়ম অনুযায়ী, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ আইপিপিবি-র আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেম অর্থাৎ AePS ট্রানজাকশনের ক্ষেত্রে গ্রাহকরা একটির বেশি ট্রানজাকশন করলে তাঁদের চার্জ দিতে হবে। এর মধ্যে রয়েছে পোস্ট অফিস থেকে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা ও জমা করা এবং মিনি স্টেটমেন্ট নেওয়ার মতো পরিষেবা।

সার্কুলার অনুযায়ী জানা গিয়েছে যে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট ফ্রি লিমিটের বেশি ট্রানজাকশন করলে তাঁদের অতিরিক্ত টাকা দিতে হবে। এ-ক্ষেত্রে গ্রাহকদের প্রতিটি ট্রানজাকশনের ক্ষেত্রে অতিরিক্ত ২০ টাকা দিতে হবে। একই সঙ্গে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি চার্জও। অর্থাৎ অতিরিক্ত ট্রানজাকশনের ক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের প্রতিটি ট্রানজাকশনের উপরে ২০ টাকা এবং জিএসটি চার্জ দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সার্কুলার অনুযায়ী জানা গিয়েছে যে, এর মধ্যে যুক্ত রয়েছে আধারের মাধ্যমে টাকা তোলা, আধার কার্ডের মাধ্যমে টাকা জমা করা এবং মিনি স্টেটমেন্টের মতো পরিষেবা। সুতরাং যে সকল গ্রাহকের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের পকেটে টান পড়তে চলেছে। এখন থেকে অতিরিক্ত ট্রানজাকশন করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা। অর্থাৎ একটি অতিরিক্ত ট্রানজাকশনের জন্য ২০ টাকা এবং এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাপ পড়তে চলেছে পকেটে! বদলে যাচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের টাকা জমা করা এবং তোলার নিয়ম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল