TRENDING:

SpiceJet চালু করল Zero Cancellation service, বিমান বাতিলের পুরো টাকাই পান রিফান্ড

Last Updated:

বিমান ওড়ার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট ক্যানসেল করলে পাবেন টিকিটের পুরো টাকাটাই রিফান্ড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা আবহে বিমানযাত্রীরা যে সমস্যার অনেকসময়েই সম্মুখীন হয়েছেন, তা হল বিমান বাতিলের সমস্যা ৷ নানা কারণে যখন তখন ফ্লাইট ক্যানসেল হলে যাত্রীদের সমস্যায় পড়াটাই স্বাভাবিক ৷ এছাড়া ব্যক্তিগত কারণ, অফিসের কাজ কিংবা কোনও মেডিক্যাল এমার্জেন্সিতেও অনেকসময়ে বিমানের টিকিট ক্যানসেল করতে হয় ৷ তখন টিকিটের টাকা পুরোটাই প্রায় জলে যায় ৷ এবার স্পাইসজেট নিয়ে এল যাত্রীদের জন্য জিরো ক্যানেসেলেশন সার্ভিস ৷ যাতে বিমান বাতিল হলে টিকিটের পুরো টাকাটাই সহজে ফেরত পাওয়া যাবে ৷ বিমান ওড়ার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট ক্যানসেল করলে পাবেন টিকিটের পুরো টাকাটাই রিফান্ড ৷
advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু এয়ারলাইন্স সংস্থার জন্য বিমান বাতিলই নয় ৷ ব্যক্তিগত কারণেও অনেকসময়েই বিমানের টিকিট কাটার পরে তা বাতিল করতে হয় ৷ তখন টিকিট রিফান্ডেবল হলেও খুব অল্প পরিমাণ টাকাই সাধারণত ফেরত পাওয়া যায় ৷ আর নন-রিফান্ডেবল টিকিটের ক্ষেত্রে তো যাত্রী ফ্লাইট ক্যানসেল করলে পুরো টাকাটাই তাঁর জলে যায় ৷ স্পাইসজেট এবার  Liberty General Insurance (LGI)-এর সঙ্গে মিলে চালু করল এই Zero Cancellation service ৷ যার মাধ্যমে বিমান বাতিল হলে টিকিটের টাকা ফেরত পাওয়াটা আর একেবারেই কঠিন কাজ নয় ৷ এই সুবিধা পাওয়ার জন্য যাত্রীদের স্পাইসজেটের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকেই টিকিট কাটতে হবে ৷ টিকিট ক্যানসেলেশনের জন্য বীমা-বাবদ ৫০০০ টাকা পাওয়া যাবে ৷ ফলে এই ইনস্যুরেন্স করানো থাকলে আর ‘লাস্ট মিনিট ক্যানসেলেশন’-এর ক্ষেত্রে কোনও ভয় নেই ৷ টিকিটের সব টাকাই সহজে রিফান্ড পেয়ে যাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SpiceJet চালু করল Zero Cancellation service, বিমান বাতিলের পুরো টাকাই পান রিফান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল