রিপোর্ট অনুযায়ী, আর্থিক বছর ২০২০-২১-এ পেট্রোলিয়াম পণ্যের আমদানি তে ৩৭,৮০৬.৯৬ কোটি টাকা কাস্টম ডিউটি আয় করেছে সরকার ৷ দেশে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে ৪.১৩ লক্ষ কোটি টাকা আয় হয়েছে ৷ আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ পেট্রোলিয়াম পণ্য আমদানিতে সরকার কাস্টম ডিউটি হিসেবে ৪৬ ,০৪৬.০৯ কোটি টাকা রেভিনিউ মিলেছে ৷ দেশে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে ২.৪২ টাকা আয় করেছে ৷ অর্থাৎ দুটি ট্যাক্স মিলিয়ে ২০১৯-২০-তে সরকার মোট ২,৮৮,৩১৩.৭২ কোটি টাকা আয় করেছে ৷
advertisement
গত দেড় মাসে লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (Diesel price today) ৷ দেশের একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম ৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা হয়ে গিয়েছে ৷ পটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর-সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷