এই OFS-এর জন্য ন্যূনতম দর শেয়ার পিছু ১০০১ টাকা রাখা হয়েছে৷ নন রিটেল ইনভেস্টরদের জন্য বৃহস্পতিবার থেকে OFS খুলবে৷ হ্যাল একটি নবরত্ন সংস্থা৷ ২০০৭ সালে হ্যাল নবরত্ন সংস্থার মর্যাদা পেয়েছিল৷ উৎপাদিত সামগ্রীর মূল্যের হিসেবে এটি প্রতিরক্ষা ক্ষেত্রের সবথেকে বড় সরকারি সংস্থা৷
বিমান, হেলিকপ্টার, অ্যারোস্পেস স্ট্রাকচার, বিমানের যন্ত্রাংশের উৎপাদনের পাশাপাশি নকশা তৈরি এবং রক্ষণাবেক্ষণের কাজ করে হ্যাল৷ নিজস্ব রিসার্চের উপরে ভিত্তি করেই উৎপাদন এবং নকশা তৈরির কাজ করে হ্যাল৷ এর পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে প্রযুক্তিগত গাঁটছড়া রয়েছে হ্যালের৷
advertisement
OFS বা Offer For Sale-এর ব্যবহার করে শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থার প্রোমোটাররা নিজেদের অংশীদারিত্ব কমিয়ে ফেলতে পারে৷ সেবির নিয়ম অনুযায়ী, কোনও সংস্থা OFS-এর ব্যবহার করতে চাইলে তা জারি করার দু' দিন আগে সেবির পাশাপাশি NSE এবং BSE-কে অবহিত করতে হয়৷