কেন্দ্র সরকারের তরফে দেওয়া এই সুবিধা পেতে চলেছেন দেশের ৬২ লক্ষ পেনশনভোগী ৷ Pension Slip এর জন্য এবার আর তাঁদের বিভাগের চক্কর কাটতে হবে না ৷ এবার মোবাইলেই চলে আসবে স্লিপ ৷
সরকার পেনশনভোগীদের Ease of Living এর তরফে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়া ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে যে সোশ্যাল মিডিয়া টুল যেমন হোয়াটসঅ্যাপও (WhatsApp) এর জন্য ব্যবহার করা হতে পারে ৷
advertisement
সরকারের তরফে জারি করা নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্ক পেনশনার্সদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পর SMS বা Email এর মাধ্যমে স্লিপ পাঠাতে পারবে ৷
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রত্যেক মাসে পেনশন স্লিপে পেনশনের টাকা ও ট্যাক্স ডিডাকশন দেওয়া থাকতে হবে ৷ কেন্দ্রের তরফে ব্যাঙ্কগুলিকে এই বিষয়টিকে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি হিসেবে পূরণ করতে বলা হয়েছে কারণ এর সঙ্গে ইনকাম ট্যাক্স, Dearness Relief, DR arrears এর সঙ্গে যুক্ত রয়েছে ৷