ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নীতি আয়োগ দুটি ব্যাঙ্কের নাম সুপারিশ করেছে ৷ কিন্তু এখন শোনা যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়ও নিজের অংশীদারিত্ব বিক্রি করতে পারে সরকার ৷
শেয়ার বাজারে এই ব্যাঙ্কগুলির শেয়ার প্রাইস কত- সেন্ট্রাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের মার্কেট ভ্যালু ৪৪,০০০ কোটি টাকা যার মধ্যে আইওবি-র মার্কেট ক্যাপ ৩১৬৪১ কোটি টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, নীতি আয়োগের প্রস্তাবে DIPAM ও Bankibg Division এ পর্যালোচনা চলছে ৷ শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে বেসরকারিকরণে কতটা সময় লাগবে তা এখনও বোঝা যাচ্ছে না ৷ পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ নীতি আয়োগের নজর এখন সেই সব ব্যাঙ্কের ওপর রয়েছে যাদের সংযুক্তিকরণ হয়নি ৷ এর মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক রয়েছে ৷
advertisement