কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) যা মহামারির জেরে ফ্রিজ করে রাখা হয়েছিল ৷ এখন তা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে ৷ পেনশনভোগীদেরও Dearness relief দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
কেন্দ্রীয় কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র মঙ্গলবার জানিয়েছিলেন, ২৬ এবং ২৭ জুন নর্থ ব্লকে ন্যাশনাল কাউন্সিল/জেসিএম এর বৈঠকে প্রায় ২৮টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ৷
advertisement
৫২ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং ৬২ লক্ষ পেনশনভোগীরা এর সুবিধা পেতে চলেছেন ৷ এর জেরে কর্মীদের বেতন অনেকটাই বাড়তে চলেছে ৷ পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও বৃদ্ধি হবে ৷
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government employees) ১৭ শতাংশ ডিএ পাচ্ছেন ৷ জানুয়ারি ২০২০ ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ৷ জুলাই ২০২০-তে ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ৷ আবার জানুয়ারি ২০২১-তে ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে ডিএ এখন ২৮ শতাংশ হয়ে গিয়েছে ৷ তবে শেষ তিনটি কিস্তি করোনা মহামারির জন্য আটকে রেখেছে সরকারি ৷