TRENDING:

কানাড়া ব্যাঙ্কের এফডি-তে আগামিকাল থেকে মিলবে বেশি সুদ

Last Updated:

নতুন সুদের হার ৮ ফেব্রুয়ারি ২০২১ থেকে লাগু করা হবে ৷ ২ থেকে ১০ বছরের এফডি-র সুদের হার বাড়ানো হয়েছে ব্যাঙ্কের তরফে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কানাড়া ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর ৷ ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বদলাল ব্যাঙ্ক ৷ ১ বছরের এফডি-তে সুদের হার কম করেছে ব্যাঙ্ক ৷ নতুন সুদের হার ৮ ফেব্রুয়ারি ২০২১ থেকে লাগু করা হবে ৷ ২ থেকে ১০ বছরের এফডি-র সুদের হার বাড়ানো হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ অর্থাৎ ৪৬-৯০ দিনের এফডি-তে মিলবে ৩.৯ শতাংশ সুদ, ৯১ থেকে ১৭৯ দিনের এফডি-তে মিলবে ৪ শতাংশ সুদ এবং ১৮০ থেকে ১ বছরের কম এফডি-তে মিলবে ৪.৪৫ শতাংশ সুদ ৷
advertisement

এক বছরে ম্যাচিউর হওয়া এফডি-তে ব্যাঙ্ক সুদের হার ৫ বেসিস পয়েন্ট কম করেছে ৷ ১ বছরের বেশি এবং ২ বছরের কম এফডি-তে মিলবে ৫.২০ শতাংশ সুদ ৷ ২ থেকে ৩ বছরের এফডিতে মিলবে ৫.৪০ শতাংশ সুদ ৷ এবং ৩ থেকে ১০ বছরের এফডি-তে মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

নতুন রেট অনুযায়ী, প্রবীণ নাগরিকরা ৭ থেকে ১০ বছরের এফডি-তে পেয়ে যাবেন ২.৯৫ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদের হার ৷ প্রবীণ নাগরিকরা অন্যদের তুলনায় পেয়ে যাবেন ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ ৷ এর আগে ১৬ নভেম্বর ২০২০-তে এফডি-তে সুদের হার সংশোধন করেছিল কানাড়া ব্যাঙ্ক ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কানাড়া ব্যাঙ্কের এফডি-তে আগামিকাল থেকে মিলবে বেশি সুদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল