টেলি সংস্থাগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিন্হা। ভোডাফোন, ভারতী এয়ারটেল, আইডিয়া সেলুলার, রিল্যায়েন্স জিও , টেলিনরের মতো দেশের প্রত্যেক টেলিকম সংস্থার প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন এই বৈঠকে ৷ কল ড্রপের সমস্যা মেটাতে এখন আরও বেশি উদ্যোগী কেন্দ্র ৷ এর আগে ১০০ দিনের মধ্যে ৬০ হাজার নতুন টাওয়ার বসানোর কথা দেওয়ার পর সেই কাজ অনেকাংশেই করে উঠেছে টেলিকম সংস্থাগুলি ৷ আগামী এক বছরের জন্য নতুন পরিকল্পনাও করা হয়েছে এই বৈঠকে ৷
advertisement
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সূত্রের খবর, আগামী এক বছরের মধ্যে এক লক্ষ মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাগুলি। সাধারণত প্রতিটি টাওয়ার বসাতে গড়ে খরচ হয় ২০ লক্ষ টাকা। সেই হিসেবে টাওয়ার-পরিকাঠামো নির্মাণে এক বছরে ২০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছে তারা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2016 2:13 PM IST