TRENDING:

Business Ideas: চাকরির চিন্তা ছেড়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হবে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় !

Last Updated:

Banana Chips Business Opportunity: কলার চিপসের মার্কেট সাইজ ছোট ৷ তাই কোনও বড় ব্র্যান্ডেড সংস্থা এই চিপস তৈরি করে না ৷ তার জন্য এই ব্যবসায় লাভ করার সুযোগ অনেক বেশি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আপনি যদি কোনও নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাহলে তার সম্পর্কে ভালোমতো জেনে নেওয়া প্রয়োজন ৷ আপনাকে এমন এক ধরনের ব্যবসা সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, যা শুরু করলে প্রতিদিন আপনি ৪০০০ টাকা করে রোজগার করতে পারেন ৷ অর্থাৎ মাসে লাখ টাকা পর্যন্ত আয় ৷ এই ব্যবসা হল কলার চিপস তৈরির ব্যবসা ৷ কলার চিপস স্বাস্থ্যের জন্য ভালো ৷ আলুর চিপস থেকে কলার চিপস খাওয়া অনেক বেশি ভালো ৷ বাজারে এর চাহিদাও প্রচুর ৷ তাই ব্যবসা হবে ভালোমতোই ৷
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন- গর্ভে থাকাকালীনই বদল করা হল শিশুর রক্ত; চিকিৎসাব্যবস্থায় অভূতপূর্ব নজির গড়ল কলকাতা

কলার চিপসের মার্কেট সাইজ ছোট ৷ তাই কোনও বড় ব্র্যান্ডেড সংস্থা এই চিপস তৈরি করে না ৷ তার জন্য এই ব্যবসায় লাভ করার সুযোগ অনেক বেশি ৷

কলার চিপস বানানোর জন্য কী কী প্রয়োজন ?

advertisement

১. কলা ধোওয়ার জন্য ট্যাঙ্ক এবং কলা ছোলার জন্য মেশিন

২. কলাকে পাতলা পাতলা টুকরো করে কাটার জন্য মেশিন

৩. টুকরোগুলিকে নিয়ে এরপর ফ্রাই করার মেশিন

৪. মশলাপাতি মেশানোর মেশিন

৫. পাউচ প্রিন্টিং মেশিন

এই চিপস তৈরির জন্য বিভিন্ন ধরনের মেশিন লাগে ৷ কাঁচামাল হিসেবে কাঁচা কলা, নুন, তেল এবং অন্যান্য মশলা লাগে ৷ কলার চিপস তৈরির জন্য মেশিন https://www.indiamart.com/ বা https://india.alibaba.com/index.html ওয়েবসাইট থেকে কিনতে পারবেন ৷ এই মেশিনগুলি রাখার জন্য আপনার কমপক্ষে ৪০০০-৫০০০ বর্গ ফুট জায়গার দরকার পড়বে ৷ এই মেশিন ২৮ থেকে ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ৷

advertisement

আরও পড়ুন- এই স্বাদ জড়িয়ে আছে ঐতিহ্যসূত্রে; কালীপুজোয় পাত জুড়ে থাক নিরামিষ পাঁঠার মাংসের ঝোল

৫০ কেজি চিপস তৈরির জন্য কমপক্ষে ১২০ কেজি কাঁচা কলা লাগবে যা ১০০০ টাকায় পেয়ে যাবেন ৷ এর সঙ্গে ১২ থেকে ১৫ লিটার তেল লাগবে ৷  চিপস ফায়ার মেশিন চালাতে ১ ঘণ্টায় ১০ থেকে ১১ লিটার ডিজেল প্রয়োজন হয় ৷ ডিজেলের জন্য খরচ যদিও বা বেশি হবে ৷ নুন এবং অন্যান্য মশলায় লাগবে ১৫০ টাকা ৷ তবে সবমিলিয়ে অনেক কম খরচেই ৫০ কেজি কাঁচা কলার চিপস তৈরি করে ফেলতে পারবেন ৷

advertisement

১ কেজিতে ১০ টাকা লাভ হলে দিনে ৪০০০ টাকা সহজে আয় করতে পারবেন ৷ অর্থাৎ মাসে আপনার সংস্থা ২৫ দিনও কাজ করলে আপনি ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: চাকরির চিন্তা ছেড়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হবে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল