TRENDING:

সীমিত সময়ের দুর্দান্ত অফার! গণেশ চতুর্থীর সেলে গাড়ি বুক করলেই মিলবে ৬০ হাজার টাকা ছাড়, দেখুন কোন কোম্পানি দিচ্ছে!

Last Updated:

আগামী দিনে যাঁদের নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে তাঁদের জন্য দারুণ সুযোগ। গাড়ির বুকিং করলেই মিলবে মোটা টাকা ছাড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। চলছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022)। নতুন কিছু কেনা বা শুরু করার জন্য এই সময়টাকে আদর্শ ধরা হয়। এই কথা মাথায় রেখেই ব্যাপক ছাড় নিয়ে হাজির হয়েছে একাধিক গাড়ি কোম্পানি। আগামী দিনে যাঁদের নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে তাঁদের জন্য দারুণ সুযোগ। গাড়ির বুকিং করলেই মিলবে মোটা টাকা ছাড়।
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

গণেশ চতুর্থী উৎসবের এই শুভ লগ্নে মারুতি সুজুকি, টাটা মোটরস, মাহিন্দ্রা এবং হুন্ডাই তাদের গাড়িতে ৬০,০০০ টাকা ছাড়া দিচ্ছে। সময়সীমা দুই থেকে তিন মাস। যদি কেউ আজই একটা গাড়ি বুক করেন তাহলে ডিসকাউন্টও পাওয়া যাবে। গাড়ির ডেলিভারি মিলবে দীপাবলির (Diwali 2022) আগে। কোন কোম্পানি কত ছাড় দিচ্ছে তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া হল।

advertisement

হুন্ডাই দিচ্ছে ৫০ হাজার টাকা ছাড়: হুন্ডাই থেকে শুরু করে ক্রেতারা স্যান্ট্রো, আই১০, এনআইওএস, অরা, আই ২০, এক্সসেন্ট, এবং কোনা ইভি-র মতো গাড়ি কেনায় নগদ ছাড়, বিনিময় বোনাস এবং অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। এই গাড়িগুলিতে ১৩,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

মারুতিতে ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড়: মারুতি সুজিকির এস-প্রেসো, অল্টো ৮০০, সুইফট, ওয়াগনআর, সেলেরিও-র নির্বাচিত ভ্যারিয়েন্টগুলোতে ৯০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। কিছু গাড়িতে ৫০,০০০ টাকা পর্যন্ত বড় অফারও মিলছে। এই ডিসকাউন্ট অফারের মধ্যে রয়েছে নগদ ছাড় এবং এক্সচেঞ্জ বোনাস। তবে এসব গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টে কোনও ছাড় পাওয়া যাচ্ছে না।

advertisement

আরও পড়ুন: LPG Price Today: উৎসবের মরশুমের আগে মধ্যবিত্তের জন্য বড় খবর! কলকাতায় সস্তা রান্নার গ্যাসের দাম

টাটা মোটরস-এও ছাড় পাওয়া যাচ্ছে: টাটা মোটরস তাদের জনপ্রিয় বেশ কয়েকটি গাড়িতে বড় অঙ্কের ছাড় দিচ্ছে। এর মধ্যে রয়েছে টিয়াগো, টিগর, নেক্সন এবং সাফারির মতো গাড়ি এবং এসইউভি। এই গাড়িগুলিতে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে এক্সচেঞ্জ বোনাস, নগদ ছাড় এবং আরও অনেক কিছু।

advertisement

আরও পড়ুন:  Lord Ganesh 8 Avatars: সিদ্ধিদাতার অষ্ট অবতারে আট ধরনের অপরাধ থেকে জগৎ সংসার রক্ষা পেয়েছে

মাহিন্দ্রার এসইউভি-তেও ছাড় মিলবে: উৎসবের মরশুমে সবার আগে গাড়িতে ডিসকাউন্ট অফার দেওয়া শুরু করেছে মহিন্দ্রা। এই কোম্পানির গাড়িগুলোর মধ্যে রয়েছে এক্সইউভি ৩০০, মারাজ্জো, বোলেরো, কেইউভি ১০০ এনএক্সটি-র মতো মডেল। এক্সইউভি ৩০০-তে সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই গাড়িতে নগদ ছাড়ের পাশাপাশি বিনামূল্যে জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে, মাহিন্দ্রা গাড়িতে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন:  Ganesh Chaturthi 2022: বিরাট চাপ! গণেশ চতুর্থীর দিন ভুল করেও চাঁদ দেখলে চরম মূল্য চোকাতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বলে রাখা ভাল- এখানে উল্লিখিত অফারগুলি ডিসকাউন্ট অফার এবং অগাস্টে প্রকাশিত মিডিয়া রিপোর্ট অনুসারে প্রকাশিত। ডিলারশিপ এবং শহরের ভিত্তিতেও গাড়িতে ডিসকাউন্ট পাওয়া যায়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সীমিত সময়ের দুর্দান্ত অফার! গণেশ চতুর্থীর সেলে গাড়ি বুক করলেই মিলবে ৬০ হাজার টাকা ছাড়, দেখুন কোন কোম্পানি দিচ্ছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল