কৃষিজ বিপণন দফতর এবং বাঁকুড়া নিয়ন্ত্রিত বাজার সমিতির এক যুগ্ম প্রচেষ্টায় আলু চাষিরা লাভের মুখ দেখাতে সক্ষম হয়েছেন। এই মরশুমে বিপুল মাত্রায় আলুর উৎপাদন হওয়ায় আলুর দাম অনেক জায়গাতেই কমে গিয়েছে, উপরন্তু যেহেতু এখনওরাজ্যের হিমঘরগুলিতে আলু রাখা শুরু হয়নি তাই কৃষকেরা অল্প দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। দাম অনেক জায়গাতেই ৫ টাকা প্রতি কেজিতে নেমে আসে যা নিয়ে অনেকের মনেই দুশ্চিন্তার দানা বাঁধতে শুরু করে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এমতবস্থায় রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া জেলার কৃষিজ বিপণন দফতরের আধিকারিকেরা চাষিদের কাছ থেকে এই আলু পাশেরজেলা, পশ্চিম বর্ধমানের সুফল বাংলাতে পাঠানোর ব্যবস্থা করেন। সুফল বাংলা এই আলু, চাষিদের কাছ থেকে ন্যূনতম ১০ টাকা প্রতি কেজিতে কিনে নেয়, ফলে কৃষকেরা বিশেষ ভাবে উপকৃত হয়।
বাঁকুড়া জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি এই আলু সরবরাহের ব্যবস্থা করে দিয়ে এই পর্চেষ্টাকে সাফল্যমন্ডিত করে। আগামী দিনেও এইভাবেই আলু ও অন্যান্য সবজি রাজ্যের বিভিন্ন সুফল বাংলার স্টলে সরবরাহ করে কৃষকদের সঠিক মূল্য পাইয়ে দেওয়ার প্রচেষ্টা চলবে।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়