TRENDING:

Business Idea: মাংস ৬০০ টাকা, ডিম ২০ টাকা! দুর্গাপুরের যুবক চাষ করছেন 'কালি মাসি' মুরগি, দুর্দান্ত বিজনেস আইডিয়াতে করছেন অঢেল লাভ

Last Updated:

মধ্যপ্রদেশের 'কালি মাসি' দুর্গাপুর শিল্পাঞ্চলে চাষ করে বিপুল আয় করতে পারেন আপনিও। শিল্পাঞ্চলের বাজারে 'কালি মাসি'র ব্যাপক চাহিদা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: মধ্যপ্রদেশের ‘কালি মাসি’ দুর্গাপুর শিল্পাঞ্চলে চাষ করে বিপুল আয় করতে পারেন আপনিও। শিল্পাঞ্চলের বাজারে ‘কালি মাসি’র ব্যাপক চাহিদা রয়েছে। দুর্গাপুরের যুবক ইতিমধ্যেই এই চাষ করে সাফল্য লাভ করেছেন। ওই যুবকের দাবি, দুর্গাপুরের কেউ যদি কালি মাসির ফার্ম করে চাষ করতে চান তাহলে তাঁর কাছেই মিলবে কালি মাসির বাচ্চা। কিন্তু কী এই কালি মাসি? কালি মাসি মধ্যপ্রদেশের একপ্রকার মুরগির প্রজাতি। এর মাংসের রং কাল হওয়ায় এর নাম ‘কালি মাসি’। উল্লেখ্য, মধ্যপ্রদেশের ঝাবুয়া গ্রামে কালি মাসি অথবা করকনাথ মুরগির আদি নিবাস। যদিও এটি মধ্যপ্রদেশের, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে এর চাষ ও প্রজনন হচ্ছে অনায়াসে। ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই করকনাথ মুরগি। ইদানীং অনেকেই খুব সহজে এই মুরগির চাষ করছেন।
advertisement

এই মুরগির চাষের ক্ষেত্রে মোটা লাভও রয়েছে। কড়কনাথ মুরগির মাংস অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন। তাই এই মুরগির গ্রাহকসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দেশে। এই কড়কনাথ মুরগির তাই চাষ করলে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন।ইতিমধ্যেই দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুরে করকনাথ মুরগির ফার্ম করে আয় করছেন এক যুবক অচিন্ত্য পাইন। প্রায় পাঁচ বছর আগে কড়কনাথ মুরগির ফার্ম করেন তিনি। প্রথমে তিনি ভিন রাজ্য থেকে ওই মুরগির বাচ্চা কিনে আনেন। বাচ্চাগুলি সঠিক পদ্ধতিতে লালনপালন করে বড় করে তোলেন। সেই মুরগিগুলি প্রাপ্তবয়স্ক হলে তাদের ডিম থেকে ফের ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে মুরগির সংখ্যা বাড়াতে থাকেন। অতিরিক্ত উৎপাদন করে কয়েক বছরের মধ্যেই তিনি মুরগি ও ডিম বাজারজাত করতে শুরু করেন। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে বলে তাঁর দাবি।

advertisement

আরও পড়ুন: বীরভূমের মাটিতে আকর্ষণীয় ক্রিকেট ময়দান! খেলেছেন ঋদ্ধিমান থেকে অভিমন্যু, বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের অনেক সদস্যা

পশ্চিম বর্ধমানের ওই যুবক তাঁর ফার্ম থেকে সরাসরি বিক্রি করছেন এই মুরগির ডিম ও মাংস বিক্রি করছেন। গোটা মুরগি পাইকারি ও খুচরো ৬০০ টাকা প্রতি কেজি বিক্রি করেন। ওই মুরগির ডিম বিক্রি করেন প্রতি পিস ২০ টাকা করে। খুচরো বাজারে ওই মুরগির কাটা মাংসের দাম কেজি প্রতি প্রায় ৮০০ টাকা। পাশাপাশি বাজারে ডিমের দাম জোড়া ৫০ টাকা। তবে মুরগি ও ডিমের ব্যাপক চাহিদা থাকায় তাঁর ফার্ম থেকেই সব বিক্রি হয়ে যায়। কড়কনাথ মুরগি ও ডিম বাজারজাত করতে তাঁকে বাজারের মাংসের দোকানগুলিতে ছুটতে হয় না। মাংস বিক্রেতারা নিজেরাই ফার্ম থেকে নিয়ে যান আজও৷

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ক্রোশজুড়ি, মান রাজাদের স্মৃতি বহনকারী এক রহস্যময় প্রত্নক্ষেত্র
আরও দেখুন

ওই যুবকের দাবি, বাজারে এই মুরগির মাংসের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ কড়কনাথ চাষ করতে হিমসিম খাচ্ছেন তিনি। তাই বাজারের চাহিদা মেটাতে আগামীদিনে তিনি তাঁর ফার্ম হাউস আরও বড় আকারে করতে চলেছেন৷ এই মুরগিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর আয়রণ আছে বলে মত দিচ্ছেন পুষ্টিবিদরাও। সাধারণ মুরগির চেয়ে এই কাল মুরগির মাংসে কোলেস্টেরলের মাত্রা অনেক কম। এই মুরগির মাংসে ১.‌৯৪ শতাংশ ফ্যাট রয়েছে, যা অন্য প্রজাতির মুরগির মাংসের তুলনায় অনেকটাই কম।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাংস ৬০০ টাকা, ডিম ২০ টাকা! দুর্গাপুরের যুবক চাষ করছেন 'কালি মাসি' মুরগি, দুর্দান্ত বিজনেস আইডিয়াতে করছেন অঢেল লাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল