পৌলমী চ্যাটার্জি বলেন, “আমি যখন এই জুয়েলারি তৈরি করি, সে সময় সুরক্ষা বিধি মেনে এই জুয়েলারি তৈরি করি। কারণ এটি খোলা হাতে কাজ করা উচিত নয়। এখানে আমি ফ্রেস ফ্লাওয়ার নিয়ে রেজিন দিচ্ছি পরে জুয়েলারির জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো দিয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলছি।”
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোল রেলপাড় ডিপোপাড়ার বাসিন্দা পৌলমী চ্যাটার্জী। পেশায় তিনি আর্টিস্ট। রং তুলির সঙ্গে সারাক্ষণ লেগে থাকা। তবে এই রং তুলির সঙ্গেও রয়েছে তার কিছু অভিনবত্ব কাজ। যেমন রেজিন জুয়েলারি তৈরি করা। দীর্ঘ কয়েক বছর ধরে নিজের বাড়িতে বসেই বিভিন্ন ফুল, গাছের পাতা সহ বিভিন্ন জিনিসপত্রকে প্রিজার্ভ করে রেজিন জুয়েলারি তৈরি করছেন। যেমন কানের দুল থেকে শুরু করে নেকলেস। দাম খুব একটা বেশি নয়, আপনার সাধ্যের মধ্যেই। কেউ যদি মনে করেন যে তার প্রিয়জনের দেওয়া কিছু জিনিস সযত্নে রেখে দেবেন, তাহলে সেগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারেন নেকলেস, কানের দুল সমেত অনেক কিছুই রেজিন জুয়েলারির মাধ্যমে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেজিন এমন এক জিনিস যা শুকিয়ে গেলে শক্ত হয় এবং কাঁচের মত চকচক করে ও মসৃণ প্লাস্টিক হয়ে যায়। আশ্চর্য রকম এক শিল্পে পরিণত হয়। স্বাভাবিক ভাবেই তার তৈরি এই রেজিন জুয়েলারি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে, অনেকে নিতে ভিড় করছেন। এর ফলে তাঁর ভাল বিক্রি হচ্ছে, তিনি আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছেন।