শহরের বর্জ্য পদার্থ থেকে তৈরি বিশেষ ধরনের কাপড় অনলাইনে অর্ডার করে আনেন বকুলবাবু। সেই কাপড় কেটে গ্রামীণ মহিলাদের সহযোগিতায় সেলাই মেশিনে টব তৈরি করা হয়। তৈরি টব ভাঁজ করে পোস্ট অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে। আগে কুরিয়্যার পরিষেবায় খরচ বেশি পড়ত, এখন ডাক বিভাগের সহযোগিতায় সেই খরচ অনেকটাই কমেছে।
advertisement
এই উদ্যোগে গ্রামীণ এলাকার মহিলারা ঘরে বসেই উপার্জনের সুযোগ পাচ্ছেন। অনেকের সংসারে নতুনভাবে আর্থিক স্বস্তি ফিরেছে। টবগুলির পরিবেশবান্ধব বৈশিষ্ট্যও উল্লেখযোগ্য এগুলি পচনশীল কাপড়ে তৈরি, ফলে পুরনো হয়ে গেলেও মাটির সঙ্গে মিশে যায়। পাশাপাশি, এই টবে লাগানো গাছ দীর্ঘদিন সতেজ থাকে বলে ক্রেতাদের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের এই কাপড়ের টবের চাহিদা বাড়ছে গোটা ভারতে। এমনকি বিদেশেও এর অর্ডার আসছে বলে জানান উদ্যোক্তা বকুল দাস। গ্রামের মহিলাদের সঙ্গে মিলে এক অভিনব ও টেকসই উদ্যোগের মাধ্যমে তিনি শুধু নিজের জীবিকাই গড়ে তোলেননি, আশেপাশের বহু পরিবারেও আশার আলো জ্বালিয়েছেন। নদীয়ার এই চাঁদবাগানের টব এখন দেশের নানা প্রান্তের ছাদবাগান ও বারান্দায় শোভা বাড়াচ্ছে।





