TRENDING:

Business Idea: পুষ্টির ভাণ্ডার...! শীতের এই সবজি চাষ করেই আয় করুন লাখ লাখ টাকা, গুনে শেষ করতে পারবেন না...

Last Updated:

Business Idea: এক বিঘা জমিতে এই লাউ চাষ করলে প্রতি সপ্তাহে ৯০০ থেকে ১০০০ থেকে পিস লাউ  পাওয়া যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: শীতকালীন লাউ চাষ করেই চার মাসে লক্ষ টাকা উপার্জন করুন। শীতকালীন সবজি হিসেবে লাউ বেশ জনপ্রিয় হলেও এখন সারা বছরই লাউ চাষ করা হয়। লাউয়ের পাতা ও ডগা শাক হিসেবে খাওয়া যায়। শুধু লাউ নয় এর শাকও অনেক পুষ্টিকর। বাড়িতে জমি কিংবা জায়গা পড়ে থাকলে সেই জমিতে লাউ চাষ করেই লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।
advertisement

কৃষক অবেন দেবশর্মা জানান, মাচা পদ্ধতিতে এক বিঘা জমিতে লাউ চাষ করলে চার মাসের মধ্যেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। এই লাউ চাষে সেচ ও অন্যান্য খরচ কম। পোকামাকড়ের ও আক্রমণ তেমন নেই ফলে কীটনাশক ব্যবহারেরও প্রয়োজন পড়ে না। একটি লাউ গাছে চারা রোপণের ৬০-৬৫ দিনের মধ্যে লাউয়ের ফলন হতে শুরু করে। সঠিক ভাবে মাচা পদ্ধতিতে এই লাউ চাষ করলে একটি গাছে ১০০ টির বেশি ফলন হয়।

advertisement

আরও পড়ুন-           অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

জানা যায়, এক বিঘা জমিতে এই লাউ চাষ করলে প্রতি সপ্তাহে ৯০০ থেকে ১০০০ থেকে পিস লাউ পাওয়া যেতে পারে। সমস্ত খরচ বাদ দিয়েও মাসখানেকের মধ্যেই প্রায় লক্ষ টাকার রোজগার করা সম্ভব। জানা যায় উত্তর দিনাজপুর জেলায় মূলত দুই ধরনের লাউয়ের চাষ করা হয়।

advertisement

View More

আরও পড়ুন-     শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

লম্বা হাইব্রিড জাতের ও গোলাকার জাতের লাউ। বাজারে একটি লাউ পোকার ভেদে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। মাচায় এই লাউ চাষ করলে ফলন ভাল হয়। তাই চার মাসেই লক্ষ টাকা উপার্জন করতে মাচার মধ্যেই শুরু করে দিন লাউ চাষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: পুষ্টির ভাণ্ডার...! শীতের এই সবজি চাষ করেই আয় করুন লাখ লাখ টাকা, গুনে শেষ করতে পারবেন না...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল