কৃষক অবেন দেবশর্মা জানান, মাচা পদ্ধতিতে এক বিঘা জমিতে লাউ চাষ করলে চার মাসের মধ্যেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। এই লাউ চাষে সেচ ও অন্যান্য খরচ কম। পোকামাকড়ের ও আক্রমণ তেমন নেই ফলে কীটনাশক ব্যবহারেরও প্রয়োজন পড়ে না। একটি লাউ গাছে চারা রোপণের ৬০-৬৫ দিনের মধ্যে লাউয়ের ফলন হতে শুরু করে। সঠিক ভাবে মাচা পদ্ধতিতে এই লাউ চাষ করলে একটি গাছে ১০০ টির বেশি ফলন হয়।
advertisement
জানা যায়, এক বিঘা জমিতে এই লাউ চাষ করলে প্রতি সপ্তাহে ৯০০ থেকে ১০০০ থেকে পিস লাউ পাওয়া যেতে পারে। সমস্ত খরচ বাদ দিয়েও মাসখানেকের মধ্যেই প্রায় লক্ষ টাকার রোজগার করা সম্ভব। জানা যায় উত্তর দিনাজপুর জেলায় মূলত দুই ধরনের লাউয়ের চাষ করা হয়।
লম্বা হাইব্রিড জাতের ও গোলাকার জাতের লাউ। বাজারে একটি লাউ পোকার ভেদে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। মাচায় এই লাউ চাষ করলে ফলন ভাল হয়। তাই চার মাসেই লক্ষ টাকা উপার্জন করতে মাচার মধ্যেই শুরু করে দিন লাউ চাষ।
পিয়া গুপ্তা