Apple-এর তরফে জানানো হয়েছে যে, যে সকল কোম্পানিতে ৫০ থেকে ৫০০ কর্মী থাকবে তাদের ক্ষেত্রেই এই নিউ সাবস্ক্রিপশন সার্ভিস প্রযোজ্য হবে। সেই কোম্পানিতে ছোট আইটি ডিপার্টমেন্ট থাকলে বেশ ভালো, কিন্তু যদি তা না থাকে তাহলেও সমস্যা নেই। Apple INc.-এর এই নিউ সাবস্ক্রিপশন সার্ভিসের জন্য প্রতি মাসে খরচ করতে হবে ইউজার প্রতি ২.৯৯ ডলার থেকে ১২.৯৯ ডলার। কিন্তু এই খরচ নির্ভর করবে কোম্পানির প্রত্যেকটি ইউজার ক'টা ডিভাইজ ব্যবহার করবে তার ওপর।
advertisement
আরও পড়ুন - Lifestyle: খুলছে Cinema Hall, Covid 19-র সময়ে সিনেমা হলে ছবি দেখার আগে যা মাথায় না রাখলেই নয়
এছাড়াও কোন কোম্পানি কতটা ক্লাউড স্টোরেজ ব্যবহার করবে তার ওপরেও এই খরচ নির্ভর করবে। ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিকে সকল প্রকার সহায়তা দিতে Apple INc. লঞ্চ করেছে নিউ সাবস্ক্রিপশন সার্ভিস।
Apple INc.-র এই নিউ সাবস্ক্রিপশন সার্ভিসের মাধ্যমে রিপেয়ার এবং রিপ্লেসের সুবিধাও পাওয়া যাবে। এর খরচ প্রতি মাসে আলাদা ভাবে দিতে হবে। এই সার্ভিসের সুবিধা নিলে মাসিক সাবস্ক্রিপশনের সঙ্গে আলদা করে সেটি যুক্ত করা হবে। এই সার্ভিসের মাধ্যমে ব্রোকেন হার্ডওয়্যার ৪ ঘণ্টার মধ্যে রিপেয়ার অথবা রিপ্লেস করে দেওয়া হবে। Apple-এর তরফে জানানো হয়েছে যে ইউনাইটেড স্টেটে তাদের এই সার্ভিস বুধবার চালু করা হয়েছে। সেখানে এই সার্ভিস বিনামূল্যেই দেওয়া হচ্ছে। আগামী বছর এই সার্ভিসের সমস্ত কিছু ফাইনাল হয়ে যাবে। এই সার্ভিস ফাইনাল হওয়ার আগে ইউনাইটেড স্টেটে এটি বিনামূল্যেই দেওয়া হবে। কিন্তু Apple-এর তরফে প্ল্যান করা হচ্ছে অন্যান্য জায়গাতেও এই সার্ভিস শুরু করার। ভবিষ্যতে Apple INc.-এর এই নিউ সাবস্ক্রিপশন সার্ভিস ধীরে ধীরে অন্যান্য জায়গাতেও চালু করা হবে। এই সার্ভিসের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিগুলোর টেকনিকালি ও ডিজিটালি সহায়তা হবে।