বুধবার বিধানসভায় রাজ্য বাজেট ২০২৫-২৬ পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বুধবার বিধানসভায় বিকেল ৪টে নাগাদ রাজ্য বাজেট পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন– কুম্ভে গোচর বুধের, ৬ রাশির জন্য ‘গোল্ডেন টাইম’ ! গ্রহের রাজপুত্রের কৃপায় কী পাবেন?
২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডার, পড়ুয়া ঋণ-কার্ডের পাশাপাশি নতুন রূপে কৃষকবন্ধু প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। ভোট পরবর্তী বাজেটে তার প্রতিফলনও দেখা গিয়েছিল। লোকসভা ভোটের আগেই ‘নারীর ক্ষমতায়ন’ অস্ত্রে শান দিয়েছিল তৃণমূল। বাড়ানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। সাধারণ মহিলাদের ১০০০ টাকা করে ও তফশিলি জাতি-জনজাতিভুক্তদের ১২০০ টাকা করে দেওয়া হয়েছিল।
advertisement
রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১,২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা। সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দু’কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছে সরকার।
১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করেছিল রাজ্য সরকার। গত ২১ ফেব্রুয়ারির মধ্যেই ২১ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের টাকা হিসাবে ওই অর্থ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকাও দিচ্ছে রাজ্য সরকার। ঘোষণা বাজেটে এপ্রিল পর্যন্ত কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়া হলে, মে মাসে রাজ্য ১১ লক্ষ বাড়ি তৈরির টাকা দিয়ে দেবে বলেও ঘোষণা সরকারের। সেই ঘোষণা ইতিমধ্যেই বাস্তবে পরিণত করেছে রাজ্য সরকার।গত রাজ্য বাজেটে বঞ্চিত নন রাজ্য সরকারি কর্মচারীরাও। বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা জানিয়েছিলেন, আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। এবার সরকারি কর্মচারীদের জন্য কিছু সংস্থান থাকতে পারে। সকলেই সেদিকে নজর রাখছে।