১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থ মন্ত্রকে এখন ব্যস্ততা তুঙ্গে। মধ্যবিত্ত এবং করদাতাদের জন্য বড় ছাড়ের ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। এতে অনেকটাই সুরাহা মিলবে। মধ্যবিত্তদের জন্য ৫টি বড় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা।
ট্যাক্স স্ল্যাব কমানো: যাঁদের বার্ষিক আয় ১৫ থেকে ২০ লাখ টাকার মধ্যে, তাঁদের করের হার কমানো হতে পারে। বর্তমানে ১০ লাখ টাকার বেশি বার্ষিক আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হয়। মূল্যস্ফীতি যে হারে বাড়ছে করের হার কমানো ছাড়া উপায় নেই। তবেই মধ্যবিত্তদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে।
advertisement
আরও পড়ুন: বছরে ১৫ লাখ টাকা আয়? পুরনো না নতুন কর কাঠামো ? কোনটা আপনার জন্য ভাল ?
স্ট্যান্ডার্ড ডিডাকশনে বৃদ্ধি: পুরনো কর কাঠামোয় ৫০ হাজার টাকা এবং নতুন কর কাঠামোয় ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বাড়ায় এই স্ট্যান্ডার্ড ডিডাকশন আরও বাড়ানোর দাবি উঠেছে।
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়: প্রবীণ নাগরিকদের ট্যাক্স ছাড়ের সীমা আরও বাড়ানোর দাবি করেছেন অনেকেই। বর্তমানে পুরনো কর কাঠামোয় ২.৫ লাখ টাকা এবং নতুন কর কাঠামোয় ৩ লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স ছাড় দেওয়া হয়। এই সীমা বাড়িয়ে পুরনো কর কাঠামোয় ৭ লাখ টাকা এবং নতুন কর কাঠামোয় ১০ লাখ টাকা করার দাবি উঠেছে।
আরও পড়ুন: ফের হুড়মুড়িয়ে বাড়ছে সোনার দাম, দেখে নিন কলকাতায় ১ ভরির দাম কত হল
হোম লোনে ছাড় বৃদ্ধি: আয়করের ধারা ২৪বি-এর আওতায় হোম লোনের সুদের উপর ২ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। এই ছাড় বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করদাতাদের সুবিধা হবে। এর সঙ্গে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর যে ডিডাকশন দেওয়া হয়, তার জন্য নতুন ক্যাটেগরি তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।
ধারা ৮০ডি-এর আওতায় স্বাস্থ্য বিমা প্রিমিয়ামে ছাড়: ধারা ৮০ডি-এর আওতায় স্বাস্থ্য বিমা প্রিমিয়ামে ৬০ বছরের কম বয়সীরা ২৫ হাজার টাকা এবং প্রবীণ নাগরিকরা ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পান। এই ছাড়ের সীমা বাড়িয়ে যথাক্রমে ৫০ হাজার এবং ৭৫ হাজার টাকা করার দাবি উঠেছে।
Get Latest News on ইউনিয়ন বাজেট ২০২৫, Union Budget 2025 Live