TRENDING:

Budget 2022: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সবচেয়ে ছোট বাজেট ভাষণ

Last Updated:

Budget 2022|Union Budget 2022|Nirmala Sitaraman|Modi Sarkar|Narendra Modi Government|Business: অত্যন্ত কম সময়ের জন্য সংসদের বাজেট অধিবেশনে স্বল্প দৈর্ঘ্যের বাজেট বক্তৃতা অর্থমন্ত্রীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অর্থবর্ষ 2022-23 এর জন মঙ্গলবার কেন্দ্রীয অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বাজেট ২০২২-২৩ (Budget 2022-23) সংসদে পেশ করেছেন ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের পক্ষ থেকে বিজিট্যালি বাজেট পেশ হয়েছে ৷ অনেক আশা করা সত্ত্বেও আয়কর স্ল্যাবে কোনও ছাড় দেওয়া হয়নি ৷ সকলা ১১টায় সংসদে বাজেট বক্তৃতা (Nirmala Sitharaman Budget Speech) শুরু করেন সীতারামণ ৷
অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ৷ ফাইল ছবি ৷
অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ৷ ফাইল ছবি ৷
advertisement

এইবার তিনি নিজের সবথেকে ছোট বাজেট স্পচ পড়েন ৷ প্রায় দেড় ঘণ্টার এই বাজেটে অন্য বছরের তুলনায় অনেকটাই সংক্ষিপ্ত ৷ অন্যান্য বছরে বাজেট মোট দেড় ঘণ্টার থেকেও বেশি হয় ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দীর্ঘ বাজেট বক্তৃতার জন্য সবার কাছে পরিচিত ৷ ২০১৯ সালে প্রথম মহিলা অর্থমন্ত্রী ২ ঘণ্টা ১৫ মিনিট ভাষণ পাঠ করেছেন ৷

advertisement

এরপরে ২০২০ সালে ২ ঘণ্টা ৪০ মিনিট মত বক্তব্য রাখেন ৷ সেই বাজেট দেশ ভাই স্বাধীনওয়ার পরে ৷ যদি ২০২১ সালের বাজেট স্পিচ ধরা হয়ে তাকে সেক্ষেত্রে অর্তমন্ত্রী নির্মলা সীতারামণ বক্তৃতা দিয়েছেন ১ ঘণ্টা ৫০ মিনিটের ৷ কিন্তু তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন অর্থমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর পিছনে ১৯৯১ সালে বাজেটে ১৮,৬৫০টি শব্দ প্রয়োগ করেছিলেন তিনি ৷ সেখানে নির্মলা সীতারমণ ২০২০ সালে ১৩,২৭৫টি শব্দ প্রয়োগ করেন বাজেট পেশ করতে গিয়ে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

অর্থমন্ত্রী বাজেটে বিরাট ঘোষণা করার সময় জানিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে২০২২-২৩ ব্ল্যাকচেনের ব্যবহার করলে তার মাধ্যমে ডিজিট্যাল মুদ্রার পেশ করার প্রস্তাব দিয়েছেন ৷ বিনিয়োগ বৃদ্ধির২০২২-২৩ সালে ২৩ রাজ্যে ১ লক্ষ কোটি টাকার অর্থিক সাহায্য করবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সবচেয়ে ছোট বাজেট ভাষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল