TRENDING:

ইদে ধামাকেদার উপহার ! নতুন ডেটা প্ল্যান নিয়ে হাজির এই টেলিকম সংস্থা

Last Updated:

গোটা দেশে শনিবার অনুষ্ঠিত হবে পবিত্র ইদ-উল-ফিতর ৷ গতকাল চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই ঘোষণা করেছেন জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গোটা দেশে শনিবার অনুষ্ঠিত হবে পবিত্র ইদ-উল-ফিতর ৷ গতকাল চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই ঘোষণা করেছেন জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। শনিবার খুশির ইদ ৷ আর সেই উপলক্ষ্যেই দূর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে BSNL ৷
advertisement

আরও পড়ুন: পুরোন খরের কাগজের মধ্যে মিলল কয়েক হাজার আধার কার্ড !

ফুটবল বিশ্বকাপের জন্য বিভিন্ন টেলিকম সংস্থা একাধিক দূর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হয়েছে ৷ প্রতিযোগিতায় ঠিকে থাকতে এবার বিএসএন- নিয়ে এল নতুন প্ল্যান ৷ পুরোন প্ল্যানের সঙ্গে নতুন সুবিধা যোগ করে ইদের উপহার নিয়ে এল রাষ্ট্রায়াত্ত্ব এই টেলিকম সংস্থা ৷ ৭৮৬ টাকার এই প্ল্যানে প্রতিদিন ২/৩ জিবি ৪ জিবি ডেটা ৷ সঙ্গে ফ্রি ভয়েস কল ও ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা মিলবে ৷ প্ল্যানটি ভ্যালিড থাকবে ১৫০ দিনের জন্য ৷

advertisement

আরও পড়ুন: পুলওয়ামা থেকে অপহৃত সেনার গুলিবিদ্ধ দেহ উদ্ধার

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

হিসেব অনুযায়ী, এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ জিবি ডেটা ও ১৫ হাজার ফ্রি মেসেজ ৷ নতুন এই প্যাকটি ১২ থেকে ২৬ জুনের মধ্যে পাওয়া যাবে ৷ গত বছরও অফার নিয়ে এসেছিল বিএসএনএল ৷ কিন্তু এর আগে এই প্যাকে মিলত ৩জিবি ৩জি/৪জি ডেটা ৷ প্যাকের মেয়াদ ছিল মাত্র ৯০ দিন ৷ কিন্তু ফ্রি এসএমএস-এর সুবিধা মিলত না ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইদে ধামাকেদার উপহার ! নতুন ডেটা প্ল্যান নিয়ে হাজির এই টেলিকম সংস্থা