আরও পড়ুন: পুরোন খরের কাগজের মধ্যে মিলল কয়েক হাজার আধার কার্ড !
ফুটবল বিশ্বকাপের জন্য বিভিন্ন টেলিকম সংস্থা একাধিক দূর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হয়েছে ৷ প্রতিযোগিতায় ঠিকে থাকতে এবার বিএসএন- নিয়ে এল নতুন প্ল্যান ৷ পুরোন প্ল্যানের সঙ্গে নতুন সুবিধা যোগ করে ইদের উপহার নিয়ে এল রাষ্ট্রায়াত্ত্ব এই টেলিকম সংস্থা ৷ ৭৮৬ টাকার এই প্ল্যানে প্রতিদিন ২/৩ জিবি ৪ জিবি ডেটা ৷ সঙ্গে ফ্রি ভয়েস কল ও ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা মিলবে ৷ প্ল্যানটি ভ্যালিড থাকবে ১৫০ দিনের জন্য ৷
advertisement
আরও পড়ুন: পুলওয়ামা থেকে অপহৃত সেনার গুলিবিদ্ধ দেহ উদ্ধার
হিসেব অনুযায়ী, এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ জিবি ডেটা ও ১৫ হাজার ফ্রি মেসেজ ৷ নতুন এই প্যাকটি ১২ থেকে ২৬ জুনের মধ্যে পাওয়া যাবে ৷ গত বছরও অফার নিয়ে এসেছিল বিএসএনএল ৷ কিন্তু এর আগে এই প্যাকে মিলত ৩জিবি ৩জি/৪জি ডেটা ৷ প্যাকের মেয়াদ ছিল মাত্র ৯০ দিন ৷ কিন্তু ফ্রি এসএমএস-এর সুবিধা মিলত না ৷