মারুতি সুজুকির ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্ট-
মারুতি সুজুকির ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্টের এক্স শোরুম দাম ১০.৮৭ লক্ষ টাকা ৷ এর অন-রোড প্রাইস ১২,৩০,৪২৯ টাকা ৷ আপনি যদি ব্রেজা ডেজএক্সআই মডেলের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা ডাউনপেমেন্ট (অন রোডের সঙ্গে প্রসেসিং ফি ও আগের মাসের ইএমআই) করে ফাইন্যান্সে গাড়ি নিতে পারবেন ৷ সে ক্ষেত্রে ৯ শতাংশ সুদ দিতে হতে পারে ৷ এরপর কার দেখো ইএমআই ক্যালকুলেটার অনুযায়ী, ১০,৮০,৪২৯ টাকার কার লোন পেয়ে যাবেন ৷
advertisement
আরও পড়ুন: দরকারের চেয়ে বেশি খরচ করে ফেলছেন? দেখে নিন কী করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে
মান্থলি ইএমআই-
এরপর আপনাকে ৫ বছরের জন্য প্রতি মাসে ২২,৪২৮ টাকা ইএমআই দিতে হবে ৷ মারুতি সুজুকি ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্টকে ফাইন্যান্স করালে আপনাকে ৫ বছরে ২.৬৫ লক্ষ টাকা সুদ হিসেবে দিতে হবে ৷
মারুতি সুজুকি ব্রেজা জেডএক্সআই প্লাস -
এর এক্স শোরুম দাম ১২.৩০ লক্ষ টাকা ৷ এই ভেরিয়েন্টের অন রোড দাম ১৩,৯০,৭১৭ টাকা ৷ ব্রেজা জেডএক্সআই প্লাস ভেরিয়েন্ট দেড় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্সে করালে কার দেখো ইএমআই ক্যালকুলেটার অনুযায়ী, আপনাকে ১২,৪০,৭১৭ টাকা লোন পেয়ে যাবেন ৷
আরও পড়ুন: প্রথম ক্রেডিট কার্ড পেয়েছেন! এ ভাবে ব্যবহার করলে তৈরি হবে ভাল ক্রেডিট স্কোর
সুদের হার ৯ শতাংশ হলে আগামী ৫ বছরের জন্য প্রতি মাসে ২৫,৭৫৫ টাকা ইএমআই দিতে হবে ৷ মারুতি ব্রেজার টপ সেলিং ভেরিয়েন্ট জেডএক্সআই প্লাস ভেরিয়েন্ট লোনে নিলে ৫ বছরে ৩ লক্ষ টাকা বেশি সুদ হিসেবে দিতে হবে ৷