TRENDING:

ব্যাঙ্ক অফ বরোদা (BOB) থেকে ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে? আর প্রসেসিং ফি-ই বা কত হবে?

Last Updated:

BOB Personal Loan: ব্যাঙ্ক অফ বরোদা থেকে ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিলে কত EMI দিতে হবে এবং প্রসেসিং ফি কত লাগবে তা জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্কগুলি সাধারণত মানুষের চাহিদা পূরণের জন্য নানা ধরনের ঋণ বা লোন প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে গৃহ ঋণ বা হোম লোন, গাড়ি ঋণ বা কার লোন, শিক্ষা ঋণ বা এডুকেশন লোনের মতো একাধিক ঋণ। তবে এই সমস্ত ঋণের মধ্যে আরও এক ধরনের লোন রয়েছে। সেটি হল – ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন।
News18
News18
advertisement

সাধারণত গ্রাহকরা নিজেদের ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য ব্যাঙ্ক থেকে এই লোন নিয়ে থাকেন। এমন পরিস্থিতিতে কোনও গ্রাহক যদি নিজের ব্যক্তিগত চাহিদা মেটাতে ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে প্রথমে বিভিন্ন ব্যাঙ্কের প্রদেয় পার্সোনাল লোনের সুদের হারের তুল্যমূল্য বিচার করে নিতে হবে। তবে আজকের প্রতিবেদনে আমরা দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক বিওবি বা ব্যাঙ্ক অফ বরোদার পার্সোনাল লোন সম্পর্কে আলোচনা করতে চলেছি। ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের খুব ভাল সুদের হারে পার্সোনাল লোন প্রদান করে থাকে। তাই এই ব্যাঙ্কের সুদের হার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

advertisement

আরও পড়ুন: স্মার্ট বিনিয়োগ হয় এভাবেই, দেখে নিন আপনি কীভাবে মাসে ১ লাখ টাকার প্যাসিভ ইনকাম করবেন ?

ব্যাঙ্ক অফ বরোদা পার্সোনাল লোন:

ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ বিওবি একটি সরকারি ব্যাঙ্ক। বিওবি তার গ্রাহকদের খুব ভাল সুদের হারে পার্সোনাল লোন প্রদান করে থাকে। এমন পরিস্থিতিতে গ্রাহকরা এই ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিতে পারেন। ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের ১০.৪০ শতাংশ প্রাথমিক সুদের হারে পার্সোনাল লোন প্রদান করে। এই সুদের হার অবশ্য গ্রাহকের CIBIL স্কোর, আয় এবং ঋণের পরিমাণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

advertisement

ব্যাঙ্ক অফ বরোদা থেকে ১০ লক্ষ টাকার পার্সোনাল লোনে মাসিক ইএমআই:

কোনও গ্রাহক যদি ব্যাঙ্ক অফ বরোদা থেকে ৭ বছরের জন্য ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিতে চান এবং তিনি এই লোনটি ১০.৪০ শতাংশ সুদের হারে পান, তাহলে তাঁকে প্রতি মাসে ইএমআই হিসেবে ১৬,৮০৯ টাকা দিতে হবে। এই ভাবে তাঁকে ৭ বছরে ব্যাঙ্ককে মোট ১৪,১১,৯২২ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে ৪,১১,৯২২ টাকা সেই গ্রাহককে সুদ হিসেবেই দিতে হবে।

advertisement

আরও পড়ুন: ১৫ সেপ্টেম্বর থেকে UPI লেনদেনের নিয়ম বদলে যাবে ! GPay-PhonePe ব্যবহারকারীদের এখনই যা জেনে রাখা উচিত

ব্যাঙ্ক অফ বরোদার পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবার আসা যাক ব্যাঙ্ক অফ বরোদার পার্সোনাল লোনের প্রসেসিং ফি প্রসঙ্গে। এই ফি ঋণের পরিমাণের ১ থেকে ২ শতাংশ হতে পারে। এই ফি সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে এটাও মাথায় রাখা আবশ্যক যে, ব্যাঙ্ক অফ বরোদা থেকে পার্সোনাল লোন নিতে হলে গ্রাহকের বয়স ২১ বছরের বেশি হতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্ক অফ বরোদা (BOB) থেকে ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে? আর প্রসেসিং ফি-ই বা কত হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল