কৃষিবিদ তারা প্রসাদ জানান, আগের মত এখন আর বড় বড় জাম গাছ লাগাতে হয় না। ছোট গাছে টবেই হয় জাম। হাইব্রিড জাতের এই জাম গাছের বীজ কিনে সেই বীজ থেকে চারা তৈরি করে টবে রোপন করলে দুই থেকে তিন বছরের মধ্যেই পাবেন জাম। জামের ফল পাকে সাধারণত এপ্রিল থেকে জুনের মাঝামাঝি সময়।আপনার ছাদ বাগানে খুব সহজে লাগিয়ে নিতে পারেন থাই হাইব্রিড উচ্চ ফলনশীল কালো জাতের জাম।
advertisement
যে কোনও নার্সারিতে আপনি এই গাছ পেয়ে যাবেন। এই থাই হাইব্রিড জাতের জামে কোনওরকম কস থাকে না। এছাড়া এটি ভীষণ মিষ্টি হয়। এই গাছগুলো ছোট হয় এবং এই থাই প্রজাতির কালো জাম অল্প সময়ে বেশি ফল দেয়। অল্প সময় ফল পেতে হলে আপনি লাগাতে পারেন এই থাই প্রজাতির কালো জাম।
দু’বছর বয়স থেকে আপনি গাছে ফল পাবেন। এই গাছে অতিরিক্ত ডালপালা হলে সেই ডালপালা কেটে বাদ দিতে হবে। প্রতিবছর এই গাছে সার যুক্ত মাটি দিতে হবে। ব্যস্ততার যুগে প্রত্যেকের সময় কম তাই কম সময় বাড়িতে এই থাই হাইব্রিড প্রজাতির জাম গাছ লাগালেই ভাল ফলন পাবেন।
পিয়া গুপ্তা





