TRENDING:

Unlock-1 এ ‘মালামাল’ বিহার সরকার, ৭ গুণ বেড়েছে গাড়ির বিক্রি

Last Updated:

এপ্রিল ও মে মাসে যেখানে ৪৫৬২ টি গাড়ি বিক্রি হয়েছে, লকডাউনের পর জুন মাসে তা এক লাফে বেড়ে ৯৬৩০২ হয়ে গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: বিহার সরকারের তরফে জানানো হয়েছে আনলকের এক মাসের মধ্যে গাড়ি বিক্রি হুহু করে বেড়ে গিয়েছে ৷ এপ্রিল ও মে মাসে যেখানে রাজ্যের মোট রাজস্ব সংগ্রহ ১৭৮৫.৩৩ কোটি ছিল সেখানে আনলক 1.0 অর্থাৎ জুন মাসে তা বেড়ে ২৩৮৭.০৯ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে, নির্মাণ ক্ষেত্রেও গাড়ি বিক্রি থেকে বেড়েছে ৷ এপ্রিল ও মে মাসে যেখানে ৪৫৬২ টি গাড়ি বিক্রি হয়েছে, লকডাউনের পর জুন মাসে তা এক লাফে বেড়ে ৯৬৩০২ হয়ে গিয়েছে ৷
advertisement

আনলকে নির্মাণ-সহ অন্য কাজকর্ম শুরু হওয়ার কারণে জিনিস বিক্রিতে উল্লেখ্য বৃদ্ধি হয়েছে ৷ এপ্রিল ও মে মাসে ইওয়ে বিলের মাধ্যমে বাইরে থেকে বিহারে বিক্রি হওয়ার জন্য ১৩৭০৪ কোটি টাকার মাল এসেছিল ৷ অথচ কেবল জুন মাসেই তা বেড়ে ১৩৬৬২ কোটি হয়েছে ৷ এই সমস্ত জিনিসের মধ্যে প্রধানত রয়েছে সিমেন্ট, লোহা, ওষুধ, গাড়ি, কাপড় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আনলকের কারণে আর্থিক গতিবিধি বৃদ্ধির জেরে এপ্রিল ও মে মাসে বাণিজ্য কর থেকে মাত্র ৯৫০.১১ কোটি আয় হয়েছিল ৷ কেবল জুন মাসে তা ছিল ১২১৭.২০ কোটি টাকা ৷রেজিস্ট্রেশন থেকে জুন মাসে সরকার আয় করেছে ৩৩৪.৪৮ কোটি টাকা যা এপ্রিল ও মে মাসে ছিল মাত্র ৬৪.৬৮ কোটি ৷ পরিবহণ দফতর এপ্রিল ও মাসে ৯১ কোটি টাকা ট্যাক্স দিয়েছে যা জুন মাসে বেড়ে ১৯৫ কোটি টাকা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Unlock-1 এ ‘মালামাল’ বিহার সরকার, ৭ গুণ বেড়েছে গাড়ির বিক্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল