অনেকেই ট্যুইট করে জানতে চেয়েছেন যে সুদের টাকা কবে আসবে ৷ ইপিএফও-র তরফে কবে টাকা আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে জানানো হয়েছে ৷ জানানো হয়েছে, সুদের টাকা জমা করার প্রক্রিয়া চালু করা হয়েছে এবং শীঘ্রই সেটি আপডেট করা হবে ৷ তবে এখনও পর্যন্ত কোনও তারিখ ঠিক করা হয়নি কবে টাকা ট্রান্সফার করা হবে ৷ তবে শীঘ্রই চলে আসবে টাকা বলে মনে করা হচ্ছে ৷
advertisement
আপনার ইউএএন নম্বর ইপিএফ-এর কাছে রেজিস্টার্ড থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স এখটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য 7738299899 নম্বরে EPFOHO UAN ENG লিখে এসএমএস পাঠাতে হবে ৷ ENG অথার্ৎ কোন ভাষায় তথ্য চাইছেন ৷ অন্য ভাষা অর্থাৎ হিন্দিতে চাইলে EPFOHO UAN HIN লিখতে হবে ৷ হিন্দি ও ইংরেজি ছাড়া পঞ্জাবি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মলায়ালম এবং বাংলা ভাষায় তথ্য পেয়ে যাবেন ৷
এছাড়া আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিয়েও পিএফ অ্যাকাউন্টের ডিটেল জানতে পারবেন ৷ এর জন্য ইউএএন এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্কড থাকতে হবে ৷ এই পরিষেবার জন্য কোনও চার্জ নেওয়া হয় না ৷
উমাং অ্যাপের মাধ্যমেও পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যেতে পারে ৷ পাসবুক দেখার পাশাপাশি ক্লেমও করতে পারবেন ৷ এটা একটি সরকারি অ্যাপ ৷ এই অ্যাপের সাহায্যে একাধিক সুবিধা পেয়ে যাবেন ৷ এর জন্য অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে নিজেকে রেজি,্টার করাতে হবে ৷
এর জন্য EPFO-তে যেতে হবে
এখানে Employee Centric Services এ ক্লিক করতে হবে
এরপর View Passbook এ ক্লিক করতে হবে
পাসবুক দেখার জন্য আপনাকে UAN নম্বর দিতে হবে