এই যোজনায় প্রত্যেক মাসে সর্বোচ্চ ৭৫ টাকা সরকারের ওয়েলফেয়ার ফান্ডে জমা করতে হয় ৷ এখানে ২৫ টাকা ওয়ার্কারের বেতন থেকে কাটা হয় এবং ৫০ টাকা সংস্থার থেকে ৷ প্রত্যেক কারখানার গেটে এই সংক্রান্ত বোর্ড লাগানো বাধ্যতামূলক ৷ এই স্কিম আপনার জন্য বেশ লাভজনক প্রমাণিত হতে পারে ৷ কোনও মহিলা শ্রমিক বিয়ে করলে এই যোজনায় তাঁকে ৫১০০০ টাকা দিয়ে সাহায্য করা হবে ৷ শ্রমিকের মেয়ে থাকলে তাহলেও বিয়ের জন্য ৫১০০০ টাকা করে দেওয়া হবে ৷ এই টাকা বিয়ের ঠিক তিন দিন এই যোজনায় প্রত্যেক মাসে সর্বোচ্চ ৭৫ টাকা সরকারের ওয়েলফেয়ার ফান্ডে জমা করতে হয় ৷আগে দেওয়া হবে ৷
advertisement
কোনও শ্রমিকের ছেলে-মেয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে তাহলে তার স্কুল ড্রেস, বই খাতা কেনার জন্য সংস্থার তরফে প্রত্যেক বছর ৩০০০ থেকে ৪০০০ টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ এই সুবিধা দুই ছেলে ও তিন মেয়েরা পেয়ে যাবেন ৷
ছাত্রবৃত্তি- এর পাশাপাশি নবম থেকে অন্য শ্রেণিতে পড়ার জন্য ৫০০০ থেকে ১৬০০০ টাকা পর্যন্ত মিলবে ৷
স্পোর্টসের জন্য শ্রমিকদের ছেলে মেয়েদের প্রতিযোগিতা অনুযায়ী ২০০০ থেকে ৩১০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে ৷
মহিলা শ্রমিক বা শ্রমিকদের স্ত্রীদের ডেলিভারির জন্য ১০ হাজার টাকা সাহায্য করা হবে ৷ দুটি সন্তানের জন্য এই সুবিধা দেওয়া হবে ৷ চশমার জন্য ১৫০০ টাকার সাহায্য ৷ কাজের সময় দুর্ঘটনা ঘটে প্রতিবন্ধী হয়ে গেলে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য মিলবে ৷ ডেন্টাল কেয়ারের জন্য ৪ থেকে ১০ হাজার টাকা সাহায্য মিলবে ৷ শ্রমিকদের বিশেষ ভাবে সক্ষম সন্তানদের জন্য ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার সাহায্য করা হবে ৷
মাসে ১৮০০০ টাকা পর্যন্ত যে শ্রমিকরা বেতন পান তাদের প্রত্যেক ৫ বছরে সাইকেল কেনার জন্য ৩০০০ টাকা দেওয়া হবে ৷ কিন্তু তার জন্য ন্যূনতম ২ বছর কাজ করতে হবে ৷ মহিলা শ্রমিকদের সেলাই মেশিন কেনার জন্য প্রত্যেক ৫ বছরে ৩৫০০ টাকা দেওয়া হবে ৷ ৫ বছর চাকরি করলে শ্রমিকদের ১৫০০ টাকার এলটিসি সুবিধা দেওয়া হবে ৷