TRENDING:

স্পেশ্যাল ফেস্টিভ অফার! Big Bazaar- এ কেনাকাটি করলে মিলবে সোনা-রুপোর কয়েন; রয়েছে আরও আকর্ষণীয় ছাড়

Last Updated:

২৩ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিগ বাজারে কেনাকাটার ওপর থাকছে বিভিন্ন ধরনের গিফট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসন্ন দিওয়ালি (Diwali 2021) ও ধনতেরসের (Dhanteras 2021) কথা মাথায় রেখে বিগ বাজার (Big Bazaar) নিয়ে এসেছে শপিং ফেস্টিভ্যাল অফার। এই অফারে দেওয়া হচ্ছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। বিগ বাজারের প্রতিটি স্টোরের সঙ্গে তাদের অ্যাপেও পাওয়া যাবে এই ছাড়। ২৩ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিগ বাজারে কেনাকাটার ওপর থাকছে বিভিন্ন ধরনের গিফট। এর মধ্যে রয়েছে রুপো ও সোনার কয়েনের মতো স্পেশ্যাল গিফট। এক নজরে দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই অফারে!
সোনা-রুপোর মুদ্রা তো আছেই; ক্রেতাদের জন্য আর কী ডিল নিয়ে এল বিগ বাজার ধনোৎসব?
সোনা-রুপোর মুদ্রা তো আছেই; ক্রেতাদের জন্য আর কী ডিল নিয়ে এল বিগ বাজার ধনোৎসব?
advertisement

আরও পড়ুন: নেট ইন্টারেস্ট ইনকাম বাড়ল ০.৬%, লাভ ও ক্ষতি মিলিয়েই বন্ধন ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল

বিগ বাজারের ধামাকা অফার

- ২৫,০০০ টাকা থেকে ৪৯,৯৯৯ টাকা অবধি কেনাকাটা করলে পাওয়া যাবে ৪০ গ্রাম ওজনের রুপোর কয়েন।

- ৫০,০০০ টাকার কেনাকাটা করলে পাওয়া যাবে ১ গ্রাম ওজনের সোনার কয়েন।

- ১,০০,০০০ টাকা থেকে ১,৯৯,৯৯৯ টাকা অবধি কেনাকাটা করলে পাওয়া যাবে ২ গ্রামে ওজনের সোনার কয়েন।

advertisement

- ২ লক্ষ টাকার বেশি কেনাকাটা করলে পাওয়া যাবে ৩ গ্রাম ওজনের সোনার কয়েন।

আরও পড়ুন- সোনা ও হিরের গয়নায় দারুণ ছাড়, ধনতেরাসের শুভক্ষণে দেরি না করে কিনে ফেলুন

এছাড়াও রয়েছে অন্যান্য অফার

- ১৫,০০০ টাকার কেনাকাটা করলে, ফ্রিতে পাওয়া যাবে ৪৯৯৮ টাকার ট্রলি।

- ১০,০০০ টাকার কেনাকাটা করলে, ফ্রিতে পাওয়া যাবে আটা, চাল, ডাল, ঘি, চিনি এবং ১০০০ টাকার ফ্যাশন।

advertisement

- ৬০০০ টাকার কেনাকাটা করলে, ফ্রিতে পাওয়া যাবে ঘি, চিনি এবং ৫০০ টাকার ফ্যাশন।

- ৩০০০ টাকার কেনাকাটা করলে, ফ্রিতে পাওয়া যাবে চাল এবং ২৫০ টাকার ফ্যাশন।

আকর্ষণীয় আরও কয়েকটি অফার

- ৪৩ ইঞ্চির ফুল এইচডি এলইডি (Full HD LED) টিভিতে পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকার ছাড়। যার আসল দাম প্রায় ৩৯,৯৯৯ টাকা।

advertisement

- সেলোর ডিনার সেট পাওয়া যাবে ৫৯৯ টাকায়। যার আসল দাম ১৬০০ টাকা।

- সাফারি, স্কাইব্যাগ, ভিআইপি ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির ট্রলিতে পাওয়া যাবে প্রায় ৭০ শতাংশ ছাড়। যার আসল দাম প্রায় ৭২৫০ টাকা।

- বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কোম্পানির বিছানার চাদর একটি কিনলে, আরেকটি বিনামূল্যে পাওয়া যাবে। যার আসল দাম প্রায় ১,৯৯৯ টাকা।

advertisement

- বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কোম্পানির চকলেট ২টি কিনলে, ১টি বিনামূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুন- চাকরির চিন্তা ছেড়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হবে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় !

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়াও বিগ বাজারের শপিং ফেস্টিভ্যাল অফারে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। বিগ বাজারে একই ছাতার তলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, তা-ও আবার কম দামে। এর সঙ্গে ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় গিফট।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্পেশ্যাল ফেস্টিভ অফার! Big Bazaar- এ কেনাকাটি করলে মিলবে সোনা-রুপোর কয়েন; রয়েছে আরও আকর্ষণীয় ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল