ট্যুইটে কান্ত জানিয়েছেন, প্লে স্টোরে ইন্ডিয়াতে এই মুহূর্তে এক নম্বরে রয়েছে ভীম অ্যাপ ৷ লঞ্চ হওয়ার পর থেকে প্রায় ৫০০,০০০ ট্রান্সেকশন ৷
নোট বাতিলের পর থেকে নগদ সঙ্কটে ভুগছে দেশ ৷ তাই ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার ডিজিধন মেলায় ভীম মোবাইল অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
মোদি বলেছেন, বাবাসাহেব আম্বেদকরের নামে এই অ্যাপের নামকরণ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে লেনদেনের জন্য পুরস্কারের বন্দোবস্তও করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে মোদি জানিয়েছেন, এবার আঙুলের ছোঁয়ায় এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের কাজ সারা যাবে খুব সহজেই ৷
এই অ্যাপটি তৈরি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ৷ UPI (Unified Payment Interface)-এর একটি অংশ হচ্ছে নতুন এই অ্যাপ ৷
এই অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন সবাই ৷ দেশের ৩২টি ব্যাঙ্ক যেগুলি UPI-এর অংশ সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে ৷ এই মাধ্যমে সেই ব্যক্তিকেও টাকা পাঠানো যাবে যার কাছে এই অ্যাপটি নেই বা সেই এমন ব্যাঙ্কের অ্যাকাউন্টে যা UPI-এর অংশ নয় ৷
আপাতত অ্যাপটি ইংরেজি ও হিন্দিতে পাওয়া যাবে অ্যান্ড্রয়ড ফোনের জন্য ৷ iOS ফোনের জন্য খুব শীঘ্রই বাজারে আনা হবে নতুন এই অ্যাপ ৷