TRENDING:

খরচ বাড়ছে Airtel গ্রাহকদেরও, ১ ডিসেম্বর থেকে কল চার্জ বাড়াচ্ছে ভারতী এয়ারটেল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুধু ভোডাফোনই নয় ৷ পয়লা ডিসেম্বর থেকে খরচ বাড়ছে এয়ারটেলের গ্রাহকদেরও ৷ ভোডাফোনের মতোই আগামী মাসে নতুন ট্যারিফ রেট প্রকাশ করবে ভারতী এয়ারটেল ৷ প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বেশ কয়েকবছর ধরেই কলিং এবং ডেটা, সবক্ষেত্রেই নানারকম অফার এবং বিপুল ছাড় দিয়েছে এয়ারটেল ৷ সংস্থার আয়ের অঙ্ক এবং লাভের অঙ্ক কমায় এবার কল চার্জেস নতুন করে প্রকাশ করবে এয়ারটেল ৷ এর ফলে কল চার্জেস এবং ডেটা (ইন্টারনেট)-র দাম বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা ৷ যদিও ঠিক কতটা দাম বাড়তে চলেছে, সেটা স্পষ্ট করেনি এয়ারটেল বা ভোডাফোন কোনও সংস্থাই ৷
advertisement

এদিকে জিও-র নাম না নিলেও, এয়ারটেলের ডিরেক্টর (আর্থিক) হরজিৎ কোহলি রেজোলিউশন প্রফেশনাল অনীশ নিরঞ্জন নানাবতীকে চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন। বলেছেন, আর-কমের সম্পত্তি কিনতে তাঁদের সংস্থা যখন দরপত্র জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিল, তা পত্রপাঠ খারিজ করে সংস্থাটির ঋণদাতা কমিটি। অথচ আশ্চর্যজনক ভাবে দরদাতাদের সুবিধার কথা ভেবেই শেষ পর্যন্ত সেই সময়সীমা আরও বাড়ানো হল। তাই ওই সম্পত্তি কিনতে নিজেদের দেওয়া দরপত্র ইতিমধ্যেই ফিরিয়ে নিয়েছে এয়ারটেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
খরচ বাড়ছে Airtel গ্রাহকদেরও, ১ ডিসেম্বর থেকে কল চার্জ বাড়াচ্ছে ভারতী এয়ারটেল