২০২৪ সালের মার্চের মধ্যে উবের প্রায় ৬০টি এসি বাস চালাবে। প্রতিটি বাসে ১৯ থেকে ৫০ জনের বসার ক্ষমতা থাকবে। বাসগুলো উবেরের প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ফ্লিট পার্টনাররা চালাবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস চলবে।
advertisement
আরও পড়ুন: উঠে দাঁড়ালেই মাথা ঘোরে? শরীরে রক্তের ঘাটতি আপনাকে শেষ করে দিতে পারে! জানুন
অ্যাপ ক্যাপ উবের এবার বাস পরিষেবা চালু করছে শহরে। পোশাকী নাম ‘উবের শাটল’। বাণিজ্য সম্মেলনের শেষদিনে এক বিবৃতিতে সরকারে তরফে জানানো হয়, ‘২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবের কর্তৃপক্ষ। এই বিনিয়োগের ফলে পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরি হবে’।
আরও পড়ুন: ডিম সেদ্ধ করার সময় ফেটে যায়? খোসা ছাড়াতে হিমশিম! সমাধানের সহজ টিপস
বিবৃতিতে উল্লেখ, ‘বাসের মালিকানা থাকবে সরকারে হাতেই। কিন্ত উবের প্রযুক্তি সহায়তায় মানুষ আরও উন্নত পরিষেবা দেওয়া যাবে। শুধু তাই নয়, কম সংখ্যক গাড়িতে যাতায়াত করতে পারবেন বেশি সংখ্যক যাত্রী। স্রেফ যানজট নয়, কলকাতায় কমবে দূষণও’।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F