গত বছরের মতো এবারও বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়েই সবার প্রথমেই আম্বানি বলেন, কলকাতায় আবার আসতে পেরে তিনি খুশি ৷ মুকেশ আম্বানির মতে, ‘‘ওয়েস্ট বেঙ্গল আজ বেস্ট বেঙ্গল ৷ মমতাদির নেতৃত্বে বাংলা এগোচ্ছে ৷ বাংলার এই বদলকে স্বাগত জানাচ্ছি ৷ বাংলায় অনেক সম্ভাবনা আছে ৷ বাংলায় ডিজিটাল বিপ্লব চলছে ৷ বাংলার উন্নয়নের পাশে রয়েছে রিলায়েন্স ৷ বাংলায় ২৮ হাজার কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে রিলায়েন্স ৷ আরও ১০ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ সেই ভাবনাও খুব শীঘ্রই বাস্তবায়নের পথে ৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘৩ বছর আগে বাংলায় রিলায়েন্সের বিনিয়োগ ছিল ৪৫০০ কোটি টাকা ৷ যার তুলনায় এখনের বিনিয়োগের পরিমাণ অনেক বেশি ৷ বাংলায় আরও বিনিয়োগ হবে ৷ উপকৃত হবেন ছোট ব্যবসায়ীরা ৷ গিগা ফাইবার প্রজেক্টের কাজ চলছে ৷ কাজ শেষে হলে গ্রামে গ্রামে পৌঁছবে জিও ৷ এই মুহূর্তে বাংলায় ১ লক্ষ কর্মসংস্থান দিয়েছে রিলায়েন্স ৷ ’’