‘‘বাংলায় শিল্পস্থাপনের অনুকূল সব পরিবেশই আছে। দেশে বাংলাই বিনিয়োগের সেরা ঠিকানা। আপনারা বাংলায় আসুন। শিল্প স্থাপন করুন।’’ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে শিল্পপতিদের কাছে এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘‘বাংলায় আমরা স্ট্রাইক, ধর্মঘট করি না। এখানকার শ্রমিকরা আমাদের সম্পদ। আগামী দিনে বাংলাই ভারতকে পথ দেখাবে।’’
দু’দিনের পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হল আজ, শুক্রবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এই সম্মেলনের সাফল্য অতুলনীয়। এবছরের বিনিয়োগ প্রস্তাব ছাপিয়ে গিয়েছে গত বছরের রেকর্ডকেও।
advertisement
-- ২০১৮ সালের শিল্প সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছিল ২ লক্ষ ১৯ হাজার ১৯৫ কোটির
-- এবছরের শিল্প সম্মেলনে এখনও পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব এসেছে ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার
-- এখনও পর্যন্ত মউ স্বাক্ষর হয়েছে ৮৬টি
পঞ্চম বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে রেকর্ড বিনিয়োগের প্রস্তাব। যা ছাপিয়ে গেল গত বছরের বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা। শুক্রবার অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবারের শিল্প সম্মেলনে এখনও পর্যন্ত ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকা টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর ফলে রাজ্যে আট থেকে দশ লক্ষ নতুন কর্মসংস্থান হবে। চামড়া শিল্পে কাজ পাবেন আরও অন্তত দু’লক্ষ মানুষ। শিল্প সম্মেলনের মঞ্চে এবছর এখনও পর্যন্ত ৮৬টি মউ স্বাক্ষর হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাই বিনিয়োগকারীদের প্রধান গন্তব্য হবে। তিনি জানান, সিলিকন ভ্যালির জন্য আরও একশো একর জমি বরাদ্দ করা হয়েছে। সেই জমিতে ইতিমধ্যেই শিল্পস্থাপনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা।