TRENDING:

Budget 2021: ১৯৯৯-র পর বাজেট পেশের দিন সবচেয়ে বেশি বাড়ল সেনসেক্স,হুড়মুড়িয়ে বাড়ল ‘এই’ শেয়ারগুলি

Last Updated:

সেনসেক্সের বাজারে বড় উত্থান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) সোমবার লোকসভায় ২০২১-২২ -র সাধারণ বাজেট  (Budget 2021) পেশ করেন৷ এই বাজেট পেশের সময় একাধিক বড় ঘোষণা করেন৷ বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে বড় লাফ দেখা গেছে৷ ১৯৯৯ সালের পর প্রথমবার বাজেটের দিন শেয়ার বাজারে ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে৷
advertisement

সেনসেক্স বন্ধ হয় ৪৮,৬০০.৬১ পয়েন্টে৷  বিএসই ইনডেক্স পাঁচ শতাংশ ওপরে বন্ধ হয়৷ সেনসেক্স প্রায় ২৩০০ পয়েন্টে অর্থাৎ ৪৮,৬০০.৬১ স্তরে বন্ধ হয়েছে৷ নিফটি  ৬৪৬.৬০ অঙ্ক অর্থাৎ ৪.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪,২৮১.২০ স্তরে বন্ধ হয়েছে৷ বিইসি -র সমস্ত সেক্টরে কেনাবেচা খুব ভালো হয়েছে৷

১৯৯৯ সালে ৫.১৩ শতাংশ বেড়েছিল সেনসেক্স৷ তারপর শেয়ার বাজারে বাজেট পেশের পর এত বড় লাফ এই প্রথমবার হল৷ এর আগে ১৯৯৯ সালে সেনসেক্সের পয়েন্টে এর চেয়ে বেশি উন্নতি হয়েছিল৷ তার আগে ১৯৯৭ সালে বিএসই (BSE) ইনডেক্স ৬.৫ শতাংশ বেড়েছিল৷ কেনাবেচার দরুণ সেনসেক্স এক সময় ৪৮, ৭৬৪.৪০ অঙ্ক দিনের উচ্চতম স্তরে পৌঁছেছিল৷ শেষে ২,৩১৪.৮৪ অঙ্ক অর্থাৎ পাঁচ শতাংশ বেড়ে ৪৮,৬০০.৬১ অঙ্কে বন্ধ হয়৷ এইভাবে এনএসই -র নিফটি ৬৪৬.৬০ অঙ্কে অর্থাৎ ৪.৭৪ শতাংশ বেড়ে ১৪,২৮১.২০ অঙ্কে বন্ধ হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

সেনসেক্স কোম্পানিদের মধ্যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (Indusind Bank) ১৪ শতাংশ লাভ হয়৷ এছাড়াও আইসিআইসি ব্যাঙ্ক, বাজাজ ফিনসর্ভ, এসবিআই, এল অ্যান্ড টি, এইচ ডি এফসি -র শেয়ারেও তেজি এসেছে৷ অন্যদিকে ডক্টর রেড্ডি, টেক মহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার শেয়ার পড়েছে৷ শেয়ারবাজারের ব্যবসায়ীরা বলেছে বিশ্ববাজারে তেজি থাকায় দেশের শেয়ার বাজারে তেজি এসেছে৷ বাজেটে বুনিয়াদি শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিষয়ে জোর দেওয়া হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2021: ১৯৯৯-র পর বাজেট পেশের দিন সবচেয়ে বেশি বাড়ল সেনসেক্স,হুড়মুড়িয়ে বাড়ল ‘এই’ শেয়ারগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল