আরও পড়ুনঃ ‘রাজ্যে শিল্পের পরিবেশ রয়েছে’, শিল্পপতিদের বঙ্গে বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর
সপ্তমবারের বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানে প্রথম দিনেই হাজির হয়েছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি, আই টি সি চেয়ারম্যান সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা প্রমুখ। এছাড়াও, বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ছিলেন চিকিৎসক দেবী শেঠি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় ঘোষণা করলেন চিকিৎসক দেবী শেঠি। তাঁর কথায়, ‘ ৩৩ বছর আগে আমি কলকাতা এসেছিলাম হার্ট সার্জেন হিসাবে। বর্তমানে স্বাস্থ্যতে আমরা অনেক এগিয়ে গিয়েছি।’ তিনি আরও বলেন ‘রাজ্যের যা ক্ষমতা আছে যে কোনও অন্য রাজ্যকে পথ দেখাতে পারবে।’
advertisement
দেবী শেঠি আগামী দু’বছরের মধ্যে একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল করার কথা ঘোষণা করেন। তাঁর কথায়, ‘আমার একটা স্বপ্ন আছে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল করার। আগামী ২ বছরের মধ্য হাসপাতাল করার চেষ্টায় আছি আমি।’
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঢুকেই প্রথমে ফিকির আলোচনা সভায় যোগ দেন। তারপর সিআইআই এর ন্যাশনাল কাউন্সিল সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য। মূলত এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থানকে বিশেষ পাখির চোখ করেছে রাজ্য। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল পরিমাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আর সেই বিনিয়োগের সম্ভাবনাকে শিল্পপতিদের সামনে তুলে ধরা হবে রাজ্যের পক্ষ থেকে।