১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা -
প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট খুললে ১ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে দুর্ঘটনা বিমা পাওয়া যায় ৷ পাশাপাশি এই অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ এই বিমা জনধন অ্যাকাউন্টের রুপে ডেবিট কার্ডে পাওয়া যায় ৷ তবে অবশ্যই এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয় ৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর তরফে প্রিমিয়াম দেওয়া হয় ৷
advertisement
কী কী সুবিধা পাওয়া যায়-
১. অ্যাকাউন্টে মিনিমাম বা ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই
২. সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ পাওয়া যায়
৩. মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা মিলবে বিনামূল্যে
৪. প্রত্যেক ব্যবহারকারী ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাবেন
৫. ১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা মিলবে
৬. ক্যাশ তোলার জন্য ও শপিংয়ের জন্য মিলবে রুপে কার্ড
কোন সরকারি যোজনার লাভ মিলবে-
১. একাধিক সরকারি যোজনার টাকা সরাসরি অ্যাকাউন্টে আসবে
২. বিমা ও পেনশন প্রোডাক্ট কেনা আরও সহজ হয়ে যাবে
৩. দেশের যে কোনও প্রান্ত সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন
ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, নারেগা কার্ড বা আধার কার্ড, যে কোনও একটি এই অ্যাকাউন্ট খোলার জন্য লাগতে পারে ৷