এনপিএস-এ সাধারণত দুটি অ্যাকাউন্ট খুলতে হয়। টিয়ার-১ এবং টিয়ার-২। টিয়ার-২ অ্যাকাউন্ট হল সেভিংস অ্যাকাউন্ট। এটা হয় স্বেচ্ছায়। এখান থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনও বাধ্য-বাধকতা থাকে না। টিয়ার-১ অ্যাকাউন্ট হল অবসরকালীন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় কিছু শর্ত প্রযোজ্য। ১৮ থেকে ৭০ বছরের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। এর জন্য ব্যাঙ্ক অথবা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে যেতে হবে না। ঘরে বসেই এনপিএস অ্যাকাউন্ট খোলা যায়। তা-হলে দেখে নেওয়া যাক, কীভাবে বাড়িতে বসেই এনপিএস অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর পরেই সোনার দামে বিশাল ধস! ২২ ও ২৪ ক্যারাটে ১৭ হাজার সস্তা
আধার কার্ড-এর সাহায্যে এনপিএস অ্যাকাউন্ট খোলার উপায়:
প্রথমে ই-এনপিএস পোর্টালে (https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html) যেতে হবে।
এর পর ঢুকতে হবে ন্যশনাল পেনশন সিস্টেমে এবং রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এ-বার ‘নিউ রেজিস্ট্রেশন’-এ অ্যাকাউন্টের ধরন বেছে নিতে হবে। তার পর ক্লিক করতে হবে ভারতীয় নাগরিক, এআরআই বা ওসিআই অপশনে।
‘রেজিস্ট্রার উইথ’ থেকে ‘আধার অনলাইন/অফলাইন কেওয়াইসি’ অপশনে যেতে হবে। এর পর টিয়ার টাইপ থেকে বেছে নিতে হবে ‘টিয়ার-১ ওনলি’ অপশন। এর পর ১২ সংখ্যার আধার বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি দিয়ে জেনারেট ওটিপি-তে ক্লিক করতে হবে।
এ-বার মোবাইলে আসা ওটিপি লিখতে হবে। সেটা যাচাইয়ের পরে নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা, ছবি আধার রেকর্ড থেকে নেওয়া হবে। এখন মেন্যু অপশনে গিয়ে ‘ডেমোগ্রাফিক চেঞ্জেস’ অপশনে ক্লিক করতে হবে।
এখানে আবার ‘আপডেট পার্সোনাল ডিটেলস’-এ ক্লিক করতে হবে। এ-বার ‘সাবস্ক্রাইবার মডিফিকেশন’ পৃষ্ঠায়, ‘অ্যাড/আপডেট নমিনি ডিটেলস’ নির্বাচন করে ‘কনফর্ম’ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: আজ ভাগ্য ফেরাতে চান ? মাত্র ৬ টাকায় ভাগ্য ফিরবে আপনার! দেখুন লটারির ফলাফল
টিয়ার-১ বা টিয়ার-২ অ্যাকাউন্ট বেছে নিতে হবে এবং তার পরে অ্যাকাউন্টের জন্য নমিনি দিতে হবে।
নমিনির নাম, জন্মতারিখ, আত্মীয়, অভিভাবকের নাম, ঠিকানা, পিন কোড, শহর, রাজ্য ও দেশ এবং তিনি প্রাপ্তবয়স্ক কি না ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।
যদি কেউ একাধিক নমিনি যুক্ত করতে চান, তবে ‘অ্যাড’ অপশনে ক্লিক করতে হবে।
এ-বার ‘সেভ’ অপশনে ক্লিক করতে হবে। ফর্মে আর কোনও পরিবর্তন করতে না-চাইলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। নির্ধারিত স্থানে তা বসিয়ে নিতে হবে।
এটি করার পরে ফর্ম আবার খুলবে। এখানে ই-সাইনের জন্য ‘ই-সাইন এবং ডাউনলোড’ অপশনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর ‘প্রসিড’ অপশন আসবে, তাতে ক্লিক করতে হবে।
এখন গ্রাহক এনএসডিএল ইলেক্ট্রনিক স্বাক্ষর পরিষেবা পৃষ্ঠায় পৌঁছে যাবেন।
এখানে দেওয়া তথ্য পূরণ করার পর পোর্টাল ভিআইডি/আধার নম্বর চাইবে।
আধার নম্বর লিখে ‘ওটিপি পাঠান’-এ ক্লিক করতে হবে। মোবাইল নম্বরে ওটিপি আসবে।
সেটা লিখে 'ভেরিফাই ওটিপি'-তে ক্লিক করতে হবে।
এর পরে ডাউনলোড ই-সাইন ফাইলে ক্লিক করে ডিভাইসে পিডিএফ ফরম্যাটে রেজিস্ট্রেশনের বিবরণ ডাউনলোড করতে হবে।
ব্যস, এনপিএস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন।