TRENDING:

Indian Railway: বাতিল হয়েছে বিপুল সংখ্যক ট্রেন, চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট

Last Updated:

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন সামিল রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোমবার অর্থাৎ ১০ অক্টোবর ট্রেনে যাত্রা করার প্ল্যান থাকলে বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই আপনার ট্রেনের স্টেটাস চেক করে নিন, না হলে পড়তে পারেন বড় সমস্যায় ৷ এদিন ভারতীয় রেলওয়ে ১৪৫ টি ট্রেন বাতিল করেছে ৷ এছাড়া একাধিক ট্রেন রিশিডিউল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট বদল করা হয়েছে ৷
advertisement

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ১১৭টি ট্রেন বাতিল করা হয়েছে, ২৮টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে ৷ এর পাশাপাশি ২১টি ট্রেন রিশিডিউল করা হয়েছে ৷ একাধিক ট্রেনের রাস্তা বদল করা হয়েছে ৷ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন সামিল রয়েছে ৷

আরও পড়ুন: ৭ দিন পর অ্যাকাউন্টে আসবে টাকা ? চেক করে নিন আপনি কি পাবেন এই টাকা

advertisement

এই ভাবে চেক করে নিন বাতিল ট্রেনের লিস্ট -

ট্রেনের স্টেটাস জানার জন্য ভারতীয় রেলওয়ে ও IRCTC-র ওয়েবসাইটে পাওয়া যাবে ৷ এছাড়া NTES app-এ বাতিল হওয়া ট্রেনের বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেটাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes বা https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2 লিঙ্কে ক্লিক করতে হবে ৷ কীভাবে জানবেন স্টেটাস দেখে নিন ৷

advertisement

সবার প্রথম বাতিল ট্রেনের লিস্ট চেক করার জন্য enquiry.indianrail.gov.in/mntes/ যেতে হবে ৷

এরপর এখানে Exceptional Trains অপশন সিলেক্ট করতে হবে ৷

বাতিল, রিশিডিউল ও রুট বদল হওয়া ট্রেনের লিস্টে ক্লিক করতে হবে ৷

এখানে আপনি পুরো তথ্য পেয়ে যাবেন ৷

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের দেদার সুবিধা; তবে শুধু ব্যবহার করতে জানতে হবে! দেখে নিন সেই উপায়

advertisement

পেয়ে যাবেন রিফান্ড-

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ট্রেন বাতিল হয়ে গেলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন ৷ আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে ই-টিকিট বুক করিয়ে থাকা যাত্রীদের রিফান্ডের জন্য কিছু করতে হবে না ৷ ট্রেন বাতিল হতেই যাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা ই-ওয়ালেটে টাকা রিফান্ড হয়ে যাবে ৷ রিজার্ভেশনে কাউন্টার থেকে টিকিট কেটে থাকলে ট্রেনের নির্ধারিত ডিপার্চারের ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করা যেতে পারে ৷ যাত্রীরা নিজে থেকেই টিকিট বাতিল করলে রিফান্ডের সময় কিছু চার্জ কাটা হয়ে থাকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railway: বাতিল হয়েছে বিপুল সংখ্যক ট্রেন, চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল