কারণটা অনুমান করতে বেশি সময় লাগার কথা নয়। সোজাসাপটা ব্যাপার- WhatsApp গোলাপি হবে না, সে সবুজই থাকবে!
সম্প্রতি মুম্বই পুলিশের তরফে পোস্ট করা এক ট্যুইট সোশ্যাল মিডিয়াকে নাড়া দিয়েছে। সেই ট্যুইটে উঠে এসেছে WhatsApp Pink নামে অ্যাপের এক ভার্সনের কথা। পুলিশ জানিয়েছে যে সাইবার প্রতারণার বাজারে এটি নতুন এক কৌশল। হ্যাকাররা অনেক এক্সট্রা ফিচার সহ WhatsApp Pink-এর লিঙ্ক পাঠাচ্ছে ইউজারদের, তা ইনস্টল করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে সময় লাগবে না।
advertisement
আরও পড়ুন: নতুন গাড়ি কিনবেন? এই ৩০ জিনিস মাথায় রাখলে কেউ ঠকাতে পারবে না!
মুম্বই পুলিশ জানিয়েছে যে এই WhatsApp Pink-এর লিঙ্ক অ্যাকাউন্ট আপডেটের নামে ক্রমশ ছড়িয়ে পড়ছে এক ফোন থেকে অন্যতে। এই ভার্সন ইনস্টল করলে হ্যাকাররা ইউজার এবং তাঁর কন্টাক্টের বাকিদেরও ট্র্যাক করতে পারে, হাতিয়ে নিতে পারে ব্যক্তিগত তথ্য। অতএব, সাবধান হওয়ার দরকার আছে।
কথা হল, কেউ যদি ভুল করে এই এই WhatsApp Pink ভার্সন ডাউলোড করে ফেলেন? তখন কী করা উচিত?
এক্ষেত্রে সবার প্রথমে যেতে হবে ফোনের সেটিংস-এ। সেখান থেকে অ্যাপ-এ গিয়ে WhatsApp Pink খুঁজে বের করে সত্বর আনইনস্টল করে দিতে হবে।
আর সব সময়েই সতর্ক থাকার জন্য অচেনা উৎস থেকে আসা লিঙ্কে ক্লিক করা, ব্যক্তিগত তথ্য অন্যদের সঙ্গে ভাগ করা বন্ধ করতে পারে। সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত থাকার এটাই একমাত্র উপায়।
সে না হয় হল। কিন্তু যাঁরা WhatsApp-এ এই গোলাপি ভার্সন ডাউনলোড করার লিঙ্ক পাচ্ছেন, তাঁদের কী কর্তব্য?
তাঁদের উচিত যে নম্বর থেকে লিঙ্ক এসেছে, সেটা রিপোর্ট করে ব্লক করে দেওয়া, তাতে করে কিছুটা হলেও প্রতারণার জাল কাটা যাবে।