TRENDING:

Bank Holiday today: দেশের একাধিক শহরে আজ বন্ধ থাকবে ব্যাঙ্ক....

Last Updated:

মে মাসে মোট ১২ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক ৷ এই দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা জারি ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজকে ব্যাঙ্কে যাওয়ার কথা ভাবছেন ? তাহলে এই খবরটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ দেশের একাধিক শহরে আজ বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ RBI (Reserve Bank Of India) জারি করা ছুটির লিস্ট অনুযায়ী, বুধবার ২৬মে বুধবার বুদ্ধ পূর্ণিমা হওয়ায় দেশের একাধিক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ব্যাঙ্ক যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন আপনার শহরে ব্যাঙ্ক খোলা আছে কিনা ৷
advertisement

ব্যাঙ্কের ছুটি Negotiable Instruments Act. অনুযায়ী জারি করা হয়ে থাকে ৷ ব্যাঙ্কের ছুটি আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দিন হয় ৷

আরবিআই এর নির্দেশ অনুযায়ী, দেশের সমস্ত সরকারি ব্যাঙ্ক দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও প্রত্যেক রবিবার বন্ধ থাকে ৷ এর জন্য ২৬ মে-র পর ৩০ মে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

advertisement

বুদ্ধ পূর্ণিমার কারণে এদিন আগরতলা, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

মে মাসে মোট ১২ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক ৷ এই দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা জারি ছিল ৷ মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা লেনদেন সহ অন্যান্য পরিষেবা পেয়েছেন গ্রাহকরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday today: দেশের একাধিক শহরে আজ বন্ধ থাকবে ব্যাঙ্ক....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল