TRENDING:

Bank Holidays: চলতি সপ্তাহে টানা ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:

আলাদা আলাদা রাজ্যে স্থানীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে জরুরি ভিত্তিতে সেটি সেরে ফেলুন না হলে অপেক্ষা করতে বেশ কয়েকদিন ৷ চলতি সপ্তাহে লাগাতার ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Band) ৷ ব্যাঙ্কের ছুটির লিস্ট রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয় ৷ এই মাসে মোট ১৫ দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ অগাস্টে এখনও ৪দিন ব্যাঙ্কের ছুটি বাকি রয়েছে ৷ চলতি মাসে শেষ সপ্তাহে ২৮ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তবে এই সময় অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা (Online Banking Service) ও এটিএম পরিষেবা (ATM Service) চালু থাকবে ৷
advertisement

আলাদা আলাদা রাজ্যে স্থানীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকে ৷ আরবিআই-এর তরফে জারি ছুটির লিস্টে এই সপ্তাহে ৪দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ তবে প্রত্যেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে না ৷

৩০ অগাস্ট ২০২১ জন্মাষ্টমী / কৃষ্ণা জয়ন্তী ৷ এদিন আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, জয়পুর, জম্ম, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর ও গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া ২৮ অগাস্ট এই মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ২৯ অগাস্ট রবিবার হওয়ায় সমস্ত রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৩১ অগাস্ট শ্রী কৃষ্ণা জন্মাষ্টমীর জন্য হায়দরাবাদে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে ৷

advertisement

কোন কোন দিন কোন কোন শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১) ২৮ অগাস্ট ২০২১- চতুর্থ শনিবার

২) ২৯ অগাস্ট ২০২১- রবিবার

৩) ৩০ অগাস্ট ২০২১- জন্মাষ্টমী / কৃষ্ণা জয়ন্তী ৷ এদিন আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, জয়পুর, জম্ম, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর ও গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৪) ৩১ অগাস্ট ২০২১- শ্রী কৃষ্ণা জন্মাষ্টমী (হায়দরাবাদে)

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: চলতি সপ্তাহে টানা ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল