আলাদা আলাদা রাজ্যে স্থানীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকে ৷ আরবিআই-এর তরফে জারি ছুটির লিস্টে এই সপ্তাহে ৪দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ তবে প্রত্যেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে না ৷
৩০ অগাস্ট ২০২১ জন্মাষ্টমী / কৃষ্ণা জয়ন্তী ৷ এদিন আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, জয়পুর, জম্ম, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর ও গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া ২৮ অগাস্ট এই মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ২৯ অগাস্ট রবিবার হওয়ায় সমস্ত রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৩১ অগাস্ট শ্রী কৃষ্ণা জন্মাষ্টমীর জন্য হায়দরাবাদে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে ৷
advertisement
কোন কোন দিন কোন কোন শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
১) ২৮ অগাস্ট ২০২১- চতুর্থ শনিবার
২) ২৯ অগাস্ট ২০২১- রবিবার
৩) ৩০ অগাস্ট ২০২১- জন্মাষ্টমী / কৃষ্ণা জয়ন্তী ৷ এদিন আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, জয়পুর, জম্ম, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর ও গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
৪) ৩১ অগাস্ট ২০২১- শ্রী কৃষ্ণা জন্মাষ্টমী (হায়দরাবাদে)