তবে এই ৮দিন ছুটিও সমস্ত রাজ্য থাকবে না ৷ উৎসব ও বিশেষ দিন অনুযায়ী, ব্যাঙ্কের ছুটি আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দিন হয় ৷
দেখে নিন কোন শহরে টানা ৫দিন ছুটি থাকবে ব্যাঙ্ক ৷
>> ১৯ অগাস্ট, ২০২১- মহরম - আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা, রায়পুর, রাঁচি ও শ্রীনগর জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
>> ২০ অগাস্ট ২০২১- মহরম ও ফার্স্ট ওনামের জন্য বেঙ্গালুরু, চেন্নাই, কোচি ও কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ২১ অগাস্ট ২০২১- কোচি ও কেরলে ছুটি
>> ২২ অগাস্ট ২০২১- রাখি পূর্ণিমা ও রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ২৩ অগাস্ট ২০২১- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষ্যে কোচি ও কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি নোটিফিকেশন অনুযায়ী, সমস্ত ব্যাঙ্ক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ৷ এছাড়া প্রত্যেক রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এই নিয়ম সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্কের জন্য প্রযোজ্য ৷
এই মাসের পুরো ছুটির লিস্ট-
অগাস্ট মাসে ব্যাঙ্কের ছুটি-
১ অগাস্ট ২০২১- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ
৮ অগাস্ট ২০২১- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ
১৩ অগাস্ট ২০২১- Patriots Day হওয়ায় ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ
১৪ অগাস্ট ২০২১- দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
১৫ অগাস্ট ২০২১- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ
১৬ অগাস্ট ২০২১- পারসি নববর্ষ হওয়ায় মহারাষ্ট্রের বেলাপুর, মুম্বই ও নাগপুর জোনে ব্যাঙ্ক বন্ধ
১৯ অগাস্ট ২০২১- মহরম হওয়ায় আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু- কানপুর, কলকাতা, লখনউ, মুম্বইয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
২০ অগাস্ট ২০২১- মহরম ও প্রথম ওনাম হওয়ার কারণে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি
২১ অগাস্ট ২০২১- কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি
২২ অগাস্ট ২০২১- রাখিবন্ধন ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ
২৩ অগাস্ট ২০২১- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী হওয়ায় কোচি ও কেরল জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক
২৮ অগাস্ট ২০২১- চতুর্থ শনিবার ব্যাঙ্কের ছুটি
২৯ অগাস্ট ২০২১ - রবিবার
৩০ অগাস্ট ২০২১- জন্মাষ্টমী হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
৩১ অগাস্ট ২০২১- শ্রী কৃষ্ণ অষ্টমী হওয়া হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক