TRENDING:

Bank Holidays Alert: কাল থেকে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:

বেশ কিছু রাজ্যে ১৯ থেকে ২৩ অগাস্ট টানা ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এই সপ্তাহে ব্যাঙ্কের কাজ থাকলে আজই সেরে ফেলুন ৷ আগামিকাল থেকে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ দেশের বিভিন্ন শহরে বৃহস্পতিবার থেকে লাগাতার ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ বর্তমানে গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking) পরিষেবা ব্যবহার করার জন্য উৎসাহিত করছে ব্যাঙ্ক ৷ কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্কের একাধিক কাজ রয়েছে যা ব্যাঙ্কের শাখায় গিয়ে করতে হয় ৷ ফলে এই মাসে ব্যাঙ্ক কবে কবে বন্ধ রয়েছে তা আগে ভাগে জেনে রাখলে সুবিধা হবে আপনারই ৷ চলতি মাসে শনিবার ও রবিবারের ছুটি মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি নোটিফিকেশন অনুযায়ী, সমস্ত ব্যাঙ্ক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ৷ এছাড়া প্রত্যেক রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এই নিয়ম সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্কের জন্য প্রযোজ্য ৷

বেশ কিছু রাজ্যে ১৯ থেকে ২৩ অগাস্ট টানা ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক-

>> ১৯ অগাস্ট ২০২১- মহরম হওয়ায় আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু- কানপুর, কলকাতা, লখনউ, মুম্বইয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক

advertisement

>> ২০ অগাস্ট ২০২১- মহরম ও প্রথম ওনাম হওয়ার কারণে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি

>> ২১ অগাস্ট ২০২১- কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি

>> ২২ অগাস্ট ২০২১- রাখিবন্ধন ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ

>> ২৩ অগাস্ট ২০২১- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী হওয়ায় কোচি ও কেরল জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এছাড়াও ২৮ অগাস্ট মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ২৯ অগাস্ট রবিবার এবং ৩০ অগাস্ট জন্মাষ্ঠমী হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৩০ অগাস্ট জন্মাষ্ঠমীর কারণে আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৩১ অগাস্ট কৃষ্ণ অষ্ঠমী উপলক্ষ্যে হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays Alert: কাল থেকে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল