রিজার্ভ ব্যাঙ্কের তরফে ছুটির লিস্ট জারি করা হয়ে থাকে ৷ প্রত্যেক বছরের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক ছুটির লিস্ট জারি করে থাকে ৷ বিভিন্ন রাজ্যের উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী, ব্যাঙ্কের আলাদা আলাদা দিন ছুটি থাকে ৷
আরও পড়ুন: আগামিকাল থেকে যে যে নিয়মে হতে চলেছে বড় বদল
আরও পড়ুন: গুজরাতে ২২ হাজার কোটির বিমান কারখানা বানাবে এয়ারবাস ও টাটা
advertisement
অনলাইন পরিষেবা থাকবে চালু
ব্যাঙ্কের ছুটির দিনেও অনলাইন পরিষেবা জারি থাকবে ৷ এর জেরে বেশ লাভবান হতে চলেছেন গ্রাহকরা ৷ আজকাল টাকা লেনদেন-সহ একাধিক ব্যাঙ্কের কাজ বাড়িতে বসে অনলাইনে করা যেতে পারে ৷ কিন্তু তারপরও বেশ কয়েকটি কাজ থেকে যায় যেগুলি ব্যাঙ্কের শাখাতেই গিয়েই করতে হবে ৷ তাই ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির লিস্টে চোখ বুলিয়ে নিন ৷
১ নভেম্বর- বেঙ্গালুরু ও ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৬ নভেম্বর- রবিবার সাপ্তাহিক ছুটি
৮ নভেম্বর- গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমার জেরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
১১ নভেম্বর- বেঙ্গালুরু ও শিলং-এ বন্ধ থাকবে ব্যাঙ্ক
১২ নভেম্বর- মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্কের ছুটি
১৩ নভেম্বর- রবিবার
২০ নভেম্বর- রবিবার
২৩ নভেম্বর- শিলং-এ ব্যাঙ্কের ছুটি
২৬ নভেম্বর - মাসের চতুর্থ শনিবার
২৭ নভেম্বর - রবিবার