মানিকন্ট্রোল অনুযায়ী, বড় ও মাঝারি আকারের ব্যাঙ্কগুলি দুর্গাপুজো, নবরাত্রী উপলক্ষ্যে গ্রাহকদের একাধিক শপিং ডিসকাউন্ট অফার দিচ্ছে ৷ এর মধ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কও সামিল রয়েছে, যারা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে ৷ বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সবচেয়ে বেশি অফার দিচ্ছে ৷ এইচডিএফসি ব্যাঙ্ক সম্প্রতি গ্রাহকদের সবচেয়ে বেশি অফার দিচ্ছে ৷ HDFC ব্যাঙ্ক সম্প্রতি ওনাম উপলক্ষ্যে ১২ ধরনের ডিসকাউন্ট দিচ্ছে যা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলবে ৷
advertisement
আরও পড়ুন: একাধিক শহরে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল
এইচডিএফসি ব্যাঙ্ক তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলের ব্রাঞ্চ ব্যাঙ্কিং হেড সঞ্জীব কুমার জানিয়েছেন, উৎসবে অনেকেই গাড়ি, বাইক, মেশিন-সহ অন্যান্য অনেক জিনিসই কিনে থাকেন ৷ এর জেরে ব্যাঙ্কের তরফে বিভিন্ন লোনের উপর কম প্রসেসিং ফি-এর সঙ্গে কম সুদেরও উপহার দেওয়া হচ্ছে ৷
কী কী অফার সামিল রয়েছে ?
এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে ফেস্টিভ বোনানজার জন্য প্রায় ১০ হাজার ধরনের অফার দিচ্ছে ৷ এর মধ্যে পার্সোনাল লোন, গাড়ি লোন, হোম লোন, বিজনেস লোন, শপিং-সহ ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে ৷ এছাড়া জিরো কস্টে শেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে ৷
ICICI ব্যাঙ্ক মনসুন বোনানজা অফার অনুযায়ী, বিভিন্ন রেঞ্জের উৎপাদনের শপিংয়ে একাধিক ধরনের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৷ অ্যাক্সিস ব্যাঙ্ক কোচি প্রিপেড কার্ড নিয়ে এসেছে যা কোচি মেট্রোয় ব্যবহার করলে ভাড়ায় ২০ শতাংশ সরাসরি ডিসকাউন্ট পাওয়া যাবে ৷ অ্যাক্সিস ব্যাঙ্কের অধ্যক্ষ সঞ্জীব মোঘে জানিয়েছেন, ফেস্টিভ সিজনে গ্রাহকদের স্পেশ্যাল ফিল করার জন্য একাধিক প্রচেষ্টা করা হচ্ছে ৷
আরও পড়ুন: ৪১৭ টাকা করে বিনিয়োগে পেয়ে যাবেন ১ কোটি রিটার্ন; টাকা খাটানোর কথা ভাবছেন না কি?
ইন্ডিয়ান ব্যাঙ্কের এমডি মুরলি রামকৃষ্ণন জানিয়েছেন, ব্যাঙ্কের তরফে প্রি-অ্যাপ্রুভড লোনে কার লোনে প্রসেসিং ফি-তে ছাড় দেওয়া হয়েছে ৷ব্যাঙ্কের উৎসব ডিপোজিট স্কিম শুরু হয়ে গিয়েছে যা ১০০০ দিনের এফডি-তে ৬.১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ অন্যান্য সরকারি ব্যাঙ্কগুলিও একাধিক বিশেষ উপহার দেওয়া হচ্ছে গ্রাহকদের ৷